DYFI SFI Rally

শিক্ষা ও কাজের দাবিতে শিলিগুড়িতে ছাত্র যুবদের মিছিল

জেলা লোকসভা ২০২৪

‘সবার জন্য শিক্ষা চাই, সব বেকারের কাজ চাই’ এই স্লোগানকে সামনে রেখে শিলিগুড়িতে ছাত্র যুবদের মিছিল হয়েছে। শনিবার দুপুর বারোটার পর থেকেই শিলিগুড়ি সংলগ্ন বাঘাযতীন পার্কে ছাত্র যুবরা জমায়েত হতে শুরু করে। এরপর বাঘাযতীন পার্কের সামনে থেকে শুরু হয় মিছিল। এদিনের মিছিল থেকে দাবি উঠেছে সিএএ, এনআরসি মানছি না। দুর্নীতি পরায়ন স্বৈরাচারী তৃণমূলকে হটাও, সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপিকে তাড়াও এই  আওয়াজ তুলে মিছিল এগিয়ে চলে সামনের দিকে। একই সাথে এদিনের ছাত্র যুব মিছিল থেকে আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে দার্জিলিঙ লোকসভা কেন্দ্রের বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির প্রার্থী ড. মুনীশ তামাঙ ও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী দেবরাজ বর্মনকে জয়ী করার আহ্বান জানানো হয়। 

মিছিলে হাঁটতে হাঁটতে এসএফআই দার্জিলিঙ জেলা সম্পাদক অঙ্কিত দে বলেন, সবার জন্য শিক্ষা, সব বেকারের কাজ এই দাবিতে গোটা রাজ্য জুড়ে প্রতিদিন রাস্তায় নেমে লড়াই করছে ছাত্র যুবরা। এই সময়ে রাজ্যের বুকে শিক্ষা নিয়ে চরম দুর্নীতি হয়েছে। জাতীয় শিক্ষানীতির নাম করে গোটা শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরে দিয়েছে সরকার। রাজ্যে দুর্নীতিগ্রস্ত তৃণমূলী সরকার তোলাবাজি, চাকরি চুরির খেলার মত্ত। আর দেশের মোদী সরকার সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে বিভাজনের রাজনীতি করছে। জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে ছাত্রযুবরা ধারাবাহিক আন্দোলনে রয়েছে। সরকার পুরো শিক্ষা ব্যবস্থাটাকে বেসরকারীকরনের দিকে ঠেলে দেবার মরিয়া চেষ্টা চালাচ্ছে। ফলে গরীব ঘরের ছেলেমেয়েরা শিক্ষা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হবে। আমাদের দাবি সমস্ত গরীব পরিবারের ছেলেমেয়েদের শিক্ষার সুযোগ করে দিতে হবে। মিছিলে অন্যান্যদের মধ্যে ছিলেন জে এন ইউ ছাত্র সংসদের সহ সভাপতি অভিজিৎ ঘোষ, ছাত্র নেতা তন্ময় অধিকারী, যুবনেতা নান্টু কুন্ডু, বুলেট সিং, শুভ্রদেব ভট্টাচার্য প্রমুখ। শিলিগুড়ি সংলগ্ন পায়েল সিনেমা হলের সামনে ছাত্র যুব মিছিলের সমাপ্তি হয়। মিছিলে অসংখ্য ছাত্র যুবরা উপস্থিত ছিলেন।

Comments :0

Login to leave a comment