Cattle Smuggling Case Sukanya Mandal

মুখোমুখি বসানো হতে পারে অনুব্রত-সুকন্যাকে

রাজ্য

Cattle Smuggling Case Sukanya Mandal


আগামী তিন দিন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে ইডি’র হেপাজতে রাখার নির্দেশ দিল আদালত। বুধবার তাঁকে গ্রেপ্তার করেছিল ইডি। বৃহস্পতিবার সুকন্যাকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয়। আদালত শনিবার পর্যন্ত তাঁকে ইডি’র হেপাজতে রাখার নির্দেশ দেয়। গোরু পাচারের তদন্তে অসহযোগিতার অভিযোগে ইডি সুকন্যাকে গ্রেপ্তার করেছে।

সুকন্যার বাবা, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই, গত ১১ আগস্ট। প্রায় আট মাস পরে দিল্লিতে জেরার পর গ্রেপ্তার করা হয় সুকন্যাকে। এই ক্ষেত্রেও অভিযোগ গোরু পাচার কেলেঙ্কারিতে যুক্ত থাকা। তাই গোরু পাচারের তদন্তের সূত্রে বাবা, মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে ইডি, সিবিআই। ইডি বুধবার সেই ইঙ্গিত আদালতে দিয়েছে।
এদিকে সুকন্যার ইডি হেপাজতের খবর বোলপুরের নিচুপট্টিতে তাঁদের বাড়ির বসে টিভিতে বৃহস্পতিবার শুনছিলেন চার পুলিশ কর্মী। পাশেই থাকেন অনুব্রতর দাদা সুব্রত মণ্ডল। তাঁর কাছে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে বলে ওঠেন, ‘‘ওদের সাথে কোনও সম্পর্ক নেই আমার। কোনও দিন ছিল না।’’ যে রাইস মিল থেকে অনুব্রতর ফুলেফেঁপে ওঠা শুরু, ‘ভোলেব্যোম’ তালাবন্ধ। ত্রিসীমানায় নেই কেউ। কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ও নিরুত্তাপ। সেই স্কুলের সহ শিক্ষিকার চাকরি পেয়েছিলেন সুকন্যা। এখন স্কুলের কেউই চাইছেন না, সুকন্যা মণ্ডলের সঙ্গে জড়াক স্কুলের নাম। সুকন্যার গ্রেপ্তারি নিয়ে জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখার্জির দায়সারা বক্তব্য, ‘‘তৃণমূল পরিবারের এক সদস্যার এহেন গ্রেপ্তারিতে আমরা মর্মাহত। নিশ্চয় এর মধ্যে রাজনৈতিক ষড়যন্ত্র আছে।’’ সিপিআই(এম) বীরভূম জেলা সম্পাদক গৌতম ঘোষ জানিয়েছেন, ‘‘পুরো তৃণমূল দলটিই দুর্নীতির সাথে যুক্ত। তৃণমূলের নেত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া অনুব্রত, সুকন্যা, তৃণমূলের নেতারা, সাধারণ প্রশাসন, পুলিশ মিলেমিশে এই দুর্নীতি করতে পারে না। সেই সর্বোচ্চ নেত্রীর কাছে ইডি-সিবিআই-র কতদিন লাগবে পৌঁছতে, তাই দেখছি।’’


এদিন অনুব্রত-সুকন্যা মণ্ডলের পড়শি এক মহিলা বললেন,‘‘খারাপ তো লাগছে। ছোট থেকে দেখছি মেয়েটাকে। কিন্তু কী করা যাবে? এ তো হওয়ারই ছিল।’’ শুধু কি এক জন? আশপাশের যত জনের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে, প্রত্যেকের মুখে এক রা— ‘‘এ তো হওয়ার ছিলই।’’  

Comments :0

Login to leave a comment