জলপাইগুড়ি শহরের বিভিন্ন বুথে শুরু হয় ভোট দান প্রক্রিয়া, আর তার মাঝেই হঠাৎ বিকল হয়ে পড়ে ইভিএম মেশিন। জলপাইগুড়ি তিন নম্বর ওয়ার্ডের জলপাইগুড়ি জেলা স্কুলের ১৭/৯৩ নম্বর বুথে ভোট দান প্রক্রিয়া শুরু হবার সাথে সাথেই বিকল হয়ে পড়ে ইভিএম মেশিন। ইভিএম বিকল হয়ে যাওয়ায় ভোটারদের লম্বা লাইন এদিন লক্ষ্য করা গেছে।
ভোটদাতারা জানান যে অনেকক্ষণ ধরে বসে রয়েছেন ভোট দিতে।
সেনপাড়া তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা অম্বুজাক্ষ সরকার জানায় সকালে মক পোল হওয়ার পর ইভিএম বিকল হয়ে যায়। ভোট প্রক্রিয়া থমকে গেছে।
এদিন সকাল থেকে আকাশে মেঘ। ভোট প্রক্রিয়া সময়ে শেষ করতে হবে, জানান ভোটদাতারা।
ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ভিএসটি অফিসাররা। ইভিএমটি ঠিক করেন। আবার পুনরায় ভোট দান প্রক্রিয়া শুরু হয়।
Comments :0