নির্বাচনী বন্ড তথ্য বের করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এগারোটার পর ওয়েবসাইটে দেওয়া হয়েছে দুটি তালিকা। তবে কোন সংস্থার থেকে কোন দল কত টাকা পেয়েছে জানা যাচ্ছে না।
সুপ্রিম কোর্টের নির্দেশে স্টেট ব্যাংক তথ্য জমা করে কমিশনকে। তবে তথ্য লুকানোর খেলা বন্ধ হয়নি।
সবচেয়ে বেশি ১৩৬০ কোটি টাকার বন্ড কিনেছে ফিউচার গেমিং। এরপর রয়েছে মেঘা ইঞ্জিনিয়ারিং নামে একটি সংস্থা। ৯৬০ কোটি টাকার বন্ড কিনেছে এই সংস্থা।
Electoral Bond
নির্বাচনী বন্ড তথ্য প্রকাশ কমিশনের, বিশদ গোপনেই
×
Comments :0