দেশের একুশ রাজ্যের ১০২ কেন্দ্রে চলছে ভোট নেওয়া। শুক্রবার শুরু হলো ১৮দশ লোকসভার প্রথম দফার ভোট নেওয়া। বিরোধীরা যে ভোটকে বলেছেন, হতে পারে এবারই শেষ।
সাত দফায় চলবে ভোট। শেষ দফা ১ জুন। ফল ঘোষণা ৪ জুন। প্রথম দফায় সবচেয়ে বেশি আসন দক্ষিণে তামিলনাড়ু এবং উত্তরে রাজস্থানে।
পশ্চিম বঙ্গে ভোট চলছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ির আর কোচবিহারে।
তামিলনাড়ুর ৩৯ আসনেই এক দফায় নেওয়া হচ্ছে ভোট। গতবার পর্যন্ত এই রাজ্যে আসন পায়নি বিজেপি। এবার প্রধানমন্ত্রী নিজে সবচেয়ে জোর দিয়েছেন কেরালার সঙ্গে এই রাজ্যে আসন খুঁজে পাওয়ার। বিরোধী রাজনৈতিক দলগুলোকে সারা দেশে বলেছেন সনাতন ধর্ম বিরোধী।
রাজস্থানে গত ডিসেম্বরে সরকার গড়েছে বিজেপি। রাজ্যে মোট ২৬ আসনের মধ্যে আজ ভোট চলছে ১২ আসনে। রাজ্যের পূর্ব অংশে দিল্লি লাগোয়া এলাকায় চলছে ভোট।
গতবার রাজস্থানে ২৬ আসনেই জয়ী হয়েছিল বিজেপি। এবার সরকারে ফিরলেও আসন ধরে রাখাই বড় চ্যালেঞ্জ।
Voting Day phase 1
চলছে প্রথম দফার ভোট, তাকিয়ে বিশ্ব
×
Comments :0