একে অপরকে বাঁচানোর চেষ্টায়, শনিবার গুজরাটের বোটাদ শহরের কৃষ্ণ সাগর হ্রদে ডুবে পাঁচ কিশোরের মৃত্যু হয়েছে। জানা গেছে দুই শিশু হ্রদে সাঁতার কাটানোর সময় ডুবে যায়। ঘটনাস্থলে উপস্থিত আরও তিন শিশু তাদের বাঁচাতে লেকে ঝাঁপ দেয়। তবে তারাও ডুবে যায়।
দমকলের এক আধিকারিক কুলদীপসিংহ দোদিয়া জানিয়েছেন, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ৪৫ মিনিটের উদ্ধার অভিযানের পরে পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বোটাদ এসপি কিশোর বালোলিয়া জানিয়েছেন,শনিবার দুপুরে হ্রদে স্নান করতে গিয়েছিল পাঁচ বন্ধু। প্রথমে দুজন জলে নামে। অনেকটা দূরে গিয়ে ফেরার সময় হাবুডুবে খেতে শুরু করে। দুই বন্ধুকে ওই অবস্থায় দেখে বাকি তিনজন জলে নেমে তাদের বাঁচানোর চেষ্টা করলে তারাও জলে ডুবে যায়। পাঁচজন জলে ডুবে যাচ্ছে তা দেখতে পেয়ে এক ব্যক্তি চেঁচিয়ে লোক জড়ো করেন। পুলিশকে খবর দেয় তাঁরাই।
নিহতরা সবাই নাবালক তাদের বয়স ১৬ থেকে ১৭'র মধ্যে। শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালালেও শিশুদের বাঁচানো যায়নি। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন এসপি।
Comments :0