GENERAL KNOWLEDGE — TAPAN KUMAR BIRAGAYA — BENGALI FRIST NABABARSHA — NATUNPATA | 18 APRIL 2025

জানা অজানা — তপন কুমার বৈরাগ্য — বাংলায় প্রথম নববর্ষ — নতুনপাতা — ১৮ এপ্রিল ২০২৫

ছোটদের বিভাগ

GENERAL   KNOWLEDGE  TAPAN KUMAR BIRAGAYA  BENGALI FRIST NABABARSHA  NATUNPATA  18 APRIL 2025

জানা অজানানতুনপাতা

বাংলায় প্রথম নববর্ষ 
তপন কুমার বৈরাগ্য

মহান আকবরের কীর্তির কথা বলে শেষ করা যায় না। তাঁর রাজসভায় ছিল নবরত্ন।এদের মধ্যে ছিলেন পৃথিবী
বিখ্যাত সংগীতজ্ঞ তানসেন।আকবর ৫ই নভেম্বর ১৫৫৬ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন।তিনি সিংহাসনে বসে বুঝলেন
জমি জরিপের জন্য বিশেষতঃ বাংলার ক্ষেত্রে বাংলা ক্যালেন্ডারের প্রয়োজন। তাঁর রাজসভায় ছিলেন বিখ্যাত জ্যোতির্বিদ
ফতুল্লাহ শিবাজী তাঁকে তিনি একটা  বাংলা নতুন ক্যালেন্ডার তৈরী করতে বললেন।তিনি ছিলেন সেই সময়কার মহাপন্ডিত ব্যক্তি। তিনি অনেক চিন্তাভাবনা করে চন্দ্র ইসলামী ক্যালেন্ডার এবং সৌর
ক্যালেন্ডার একত্রিত করে নতুন এক ক্যালেন্ডার তৈরী করলেন।ফসলকে উদ্দেশ্য করে এটি তৈরী করা হয়েছিল
বলে এর নাম হয় প্রথমে ফসল ক্যালেন্ডার।পরে এটা বঙ্গাব্দ নামে পরিচিত হয়।তখন হিজরী সন ছিল ৯৬৩ এবং৯৬৩ বঙ্গাব্দ।
যেটা জানা যায় আবুল ফজল লিখিত আইন-ই-আকবরী থেকে। ইংরাজীর সালটা ছিল ১৫৮৪খ্রিস্টাব্দের ১৪ই এপ্রিল।
প্রথম বাংলায় ঘটা করে নববর্ষ উৎসব পালন শুরু হলো। এটা বর্ষ বরণের দিন।নতুনকে স্বাগত জানানোর দিন। এই সময়
বিশাখা নামক নক্ষত্রটা সূর্যের খুব কাছাকাছি থাকে। তাই প্রথম মাসের নামটা হলো বৈশাখ। ইংরাজির নববর্ষ
আমরা যেমন বিপুল উদ্দিপনা নিয়ে পালন করি ,বাংলার ক্ষেত্রে সেই উৎসাহটা দেখা যায় না। আগে যেমন ব্যাবসায়ীরা
দোকানে দোকানে হালখাতা উৎসব পালন করতো এখন সেটাও যেন অনেকটা ম্রিয়মান হয়ে গেছে। নববর্ষ আমাদের জীবনে সার্থকতা নিয়ে আসুক,এই কামনা করি।

Comments :0

Login to leave a comment