নানা বাঁক পার করে গণশক্তি এই জায়গায়। অনেক প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে পত্রিকা চলছে। আমাদের দেশে এবং রাজ্যে বা বিশ্বে যখন চরম দক্ষিণপন্থার দামামা তখন পাঠকদের জন্য বিকল্প ভাষ্য হাজির করে যাচ্ছেন গণশক্তির কর্মীরা। এই প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্দেশ্য ছিল, কমিউনিস্ট পার্টির কথা মানুষের কাছে তুলে ধরা। প্রচলিত সংবাদমাধ্যমের নির্দিষ্ট শ্রেণি দৃষ্টিভঙ্গি আছে। খেটে খাওয়া মানুষের কথা জানার জন্য, তাদের মুখে ভাষা জোগাতে শাণিত হয় ‘গণশক্তি’।
শুক্রবার কলকাতায় কমরেড প্রমোদ দাশগুপ্ত ভবনে ‘গণশক্তি ৫৯’ অনুষ্ঠানে একথা বলেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
গোটা বিশ্বে দক্ষিণপন্থীরা বলছে আর কোন বিকল্প নেই। সেই সময়েই আমাদের কাজ বিকল্প ভাষ্যবাহী এই পত্রিকাকে আরও বৃদ্ধি করা।
৬০-কে বলা হয় হীরক জয়ন্তী। এবার সেই বর্ষে এই কাগজের জ্যোতি ছড়ানোর দায়িত্ব আমাদের।
গণশক্তি অনলাইন এবং পত্রিকাকে আরো মানুষের কাছে নিয়ে যেতে হবে।
সেলিম বলেন, মুনাফার পাহাড় জমানোর জন্য প্রকৃতিকে শেষ করা হচ্ছে। প্রাকৃতিক সম্পদকে লুট করা হচ্ছে। আর মানুষ যখন এই নিয়ে কথা বলছে তখন তাদের ভাগ করা হচ্ছে। গোটা বিশ্বে তাই।
তিনি বলেন, ধর্মের নামে যে দেশ ভাগ হয়েছে সেখানে ভাষা, শোষণের বিরুদ্ধে মুক্তিকামী মানুষের লড়াই দেখা গিয়েছে। মৌলবাদী শক্তি বাংলাদেশকে শেষ করছে। আর এখানে সেটা দেখিয়ে ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হচ্ছে। ইসলামিক বাংলাদেশ হলে ‘হিন্দু রাষ্ট্র’ করা সুবিধা হবে। আমাদের এখানে মুসলিম বিদ্বেষ ছড়াচ্ছে, আর ওখানে ভারত বিদ্বেষ।
তিনি বলেন, দেশের মানুষকে জীবনের নিরাপত্তা দিতে পারছে না। কেন্দ্র এবং রাজ্যের দুই সরকারই সীমান্ত দেখাচ্ছে।
২০২৬-র নির্বাচনের দিকে তাকিবে তা চলছে। আমাদের বলতে হবে কেন দাম বাড়ছে, কেন বিচার পাচ্ছেন না মানুষ। মুখ্যমন্ত্রী এই নিয়ে কথা বলছেন না।
সেলিম বলেন, শ্রমিকের আয় কমেছে। ২০০৫-এ মমতা ব্যানার্জি অনুপ্রবেশ নিয়ে সরব ছিলেন, সিএএ করতে বলেছিলেন। এখনকার অখণ্ড বাঙালি সত্তা ভাঙতে বাঙলা-বাঙালি-বাঙালিস্তানে কথা বলছেন।
সেলিম বলেন, দেশের অভ্যন্তরে আতঙ্ক তৈরি করা হয় জনসংখ্যা দিয়ে। ভয় দেখিয়ে দুই দেশের মানুষকে আলাদা করতে চায়।
আর জি কর নিয়ে মানুষ নেমেছিল, চাকরির-দাবিতে নেমেছিলেন, জাত-ধর্ম-নির্বিশেষে। তাই ভাগ করা হচ্ছে।
আমাদের এই সব মানুষদের কাছে যেতে হবে, তার বাহক হবে ‘গণশক্তি’।
Ganashakti 59: Md Salim
‘গণশক্তি ৫৯‘: কাজ-বিচার-ন্যায়ের দাবিতে জোট বাঁধার ডাক সেলিমের
×
Comments :0