আগামী শনিবার ১৯জুলাই তারিখে কলকাতা প্রিমিয়ার লিগের ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হবে কল্যাণী স্টেডিয়ামে। প্রথমে এই ম্যাচ বারাসাত স্টেডিয়ামে হওয়ার কথা শোনা যাচ্ছিল। তবে আইএফএ সচিব অনির্বান দত্ত নিশ্চিত করেন যে ম্যাচটি হবে কল্যাণী স্টেডিয়ামেই। নৈশালোকে ম্যাচ অনুষ্ঠিত করতে চাইছে আইএফএ। তাই সম্ভবত বিকেল ৫টা নাগাদ এই ম্যাচ শুরু হতে পারে। এর আগে আইলিগের বহু ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই স্টেডিয়ামে। গত মরশুমে ইন্টার কাশি আইলিগে নিজেদের হোম মাঠ হিসেবে বেছে নিয়েছিল এই স্টেডিয়ামটিকেই। স্টেডিয়ামে ২০০০০ সমর্থক বসতে পারলেও নিরাপত্তার কথা ভেবেই ১৫০০০ টিকিট ছাড়া হতে পারে এই ম্যাচের জন্য।
CALCUTTA FOOTBALL LEAGUE
কল্যাণীতে হতে চলেছে কলকাতা ডার্বি

×
Comments :0