Indian Super League

নিজস্ব পরিকল্পনাতেই জামশেদপুরে বাজিমাত করতে চান মলিনা

খেলা

JFC vs MBSG ISL

আগামী বৃহস্পতিবার জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে আইএসলের সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচে নামবে মোহনবাগান। তার আগে মঙ্গলবারের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কোচ মলিনা। সবার আগে তাকে বাংলাদেশ ম্যাচে বিশালের ভুলত্রুটি নিয়ে প্রশ্ন করায় তিনি জানান ' বিশাল ইন্ডিয়া টিমের হয়ে কিছু ভুল করলেও এইখানে পরিস্থিতিটা এইরকম হবেনা। ভুলত্রুটি ফুটবলেরই অঙ্গ । আমাদের সম্পূর্ণ আস্থা আছে বিশালের প্রতি '। গত ম্যাচে নর্থইস্ট আটকে গেছিল জামশেদপুরের আঁটোসাঁটো রক্ষনে। সেই রক্ষ্মণভাগ ভেদ করতে তার কোনো বিশেষ পরিকল্পনা আছে কিনা , এই বিষয়ে তিনি বলেন ' ওদের রক্ষ্মণ বেশ শক্তিশালি। কিন্তু কোনো দলের জন্য বিশেষ কোনো পরিকল্পনা নিয়ে আমরা খেলবনা। আমরা খেলব নিজস্ব পরিকল্পনাতেই '। এরপর প্রতিপক্ষ দলকে সম্পূর্ণ সন্মান জানিয়েই তিনি বলেন ' ওদের দল শক্তিশালি হলেও আমরাও মোহনবাগান। আমাদেরও অনেক সেরা খেলোয়াড়রা রয়েছে। আমরাই শিল্ড জিতেছি। তাই জামশেদপুরের প্রতি আমার যথেষ্টই সন্মান আছে ' । পরবর্তীতে তার সুরে সুর মিলিয়েই গ্রেগ স্টুয়ার্ট বলেন ' অনেকদিন রিকভারের সময়ে পাওয়ার পর আমরা প্রস্তুত জামশেদপুরের জন্য '। এই কদিনে তাপমাত্রা প্রচণ্ড বৃদ্ধি পেয়েছে। জামশেদপুরেও থাকবে এই একই তাপমাত্রা। এই বিষয়ে গ্রেগ বলেন ' স্কটিশদের জন্য এই গরমটা খুব সহজ নয় । কিন্তু আমি আবহাওয়ার সংগে দ্রুত মানিয়ে নিচ্ছি '। অর্থাৎ প্রতিপক্ষকে নিয়ে নয়, বরং নিজস্ব পরিকল্পনাতেই জামশেদপুরে গিয়ে যত বেশি সম্ভব গোল করে ম্যাচ জিততে চান জোসে মলিনা। পরবর্তীতে ফিরতি পর্বে কলকাতায় যাতে ম্যাচটি অনেকটাই নিশ্চিন্তভাবে তারা নামতে পারেন।

Comments :0

Login to leave a comment