KABITA — Arindam Ghosh / MUKTADHARA

কবিতা — খবরের কাগজ / মুক্তধারা

সাহিত্যের পাতা

KABITA  Arindam Ghosh  MUKTADHARA

কবিতা

খবরের কাগজ
অরিন্দম ঘোষ

একটা উত্তাল সময়ের মধ্যে দিয়ে দেশ- 
যখন চলছে আর আমৃত্যু লড়াইয়ের ময়দানে একটা 
খবরের কাগজ (জন্ম, ১৯৬৭), অন্ধকাররাজ 
মধ্যযুগীয়পন্থা
রক্তাক্ত অত্যাচার এর কাহিনি;
সংবাদপত্র ঘিরে সেন্সরের কাঁচি 
তবুও দুর্বার আন্দোলনের
ঢেউ জেগে ওঠে আর ওদের কপালে চিন্তার ভাঁজ,
জেগেছে মানুষ আর মানুষের বাহিনী; 
নতুন সামাজিক জীবন গড়তে এই ক্ষমতার শক্তি আছে 
সাধারণ মানুষের হাতে। 


কর্মজীবি সাধারণ জীবনের স্পন্দন সমস্ত মস্তিষ্কের
ভিতরে প্রতি দিন প্রতি রাতে। 
এভাবে অর্ধশত বছর অবলীলায়
পেরিয়েও আরো অনেক দূরের পথে এগিয়ে চলেছি..... 
মেহনতি মানুষ আর সমাজ ব্যবস্থার উন্নতির জন্য 
প্রাণপণ সংগ্রাম আর নিজ লক্ষ্যস্থির করেছি।.....

মানুষের সাথে নিরপেক্ষতা নয়, 
মানুষের কথা লেখা কাগজ শ্রমজীবীদের পক্ষে

Comments :0

Login to leave a comment