KABITA — Astapada Malik / MUKTADHARA - 31 August

কবিতা — শাসক চলে মুখে / মুক্তধারা

সাহিত্যের পাতা

KABITA  Astapada  Malik  MUKTADHARA - 31 August

মুক্তধারা 

কবিতা

শাসক চলে মুখে
অষ্টপদ মালিক

শাসকের চোখে
শিল্প ভবিষ্যতের বুনিয়াদ
বেকারের নিশ্চিত কর্মসংস্থান আর
সাধারণের নিশ্চিন্তে ঘুম ।
শাসক জানেনা
অলীক কল্পনায় বাস্তব দিশেহারা ।

যে শাসকের
হাত নেই পা নেই
সে শাসক চলে মুখে ।

Comments :0

Login to leave a comment