KABITA — BASANTA PAUL / MUKTADHARA

কবিতা — মানুষের আওয়াজে / মুক্তধারা

সাহিত্যের পাতা

KABITA  BASANTA PAUL  MUKTADHARA

কবিতা

মানুষের আওয়াজে 
বসন্ত পাল

 স্বাধীনতার-ছিয়াত্তর বছর ফলকেও 
 মানুষ আগুনের সমুদ্রে সাঁতার কাটছে, 
"তোলা" নামক শব্দটা অভিধানের গর্ব 
 সমাজে বেশ বুক ফুলিয়ে হাটছে!

 দৃপ্ত মিছিলের অন্তরালে 
 রাজপথে রক্তের বন্যায় রণসাজে, 
 প্রতিবাদী সুর স্রোতে ভাসে 
 মিছিলে শত সহস্র মানুষের আওয়াজে!

Comments :0

Login to leave a comment