KABITA — Manisha Basak / MUKTADHARA

কবিতা — লজ্জা / মুক্তধারা

সাহিত্যের পাতা

KABITA  Manisha Basak  MUKTADHARA

কবিতা

লজ্জা
মনীষা বসাক

"অদ্ভূত  আঁধার এক" এখনো— 
  মানবতা থেকে মানুষ বিযুক্ত হয়েছে। 
    হারিয়ে গেছে সভ্যতায় সভ্যের সংজ্ঞা।
         আমরা ধর্মের চিহ্ন খুঁচছি।
  দেহ ছিন্নভিন্ন খুঁচছে পরিচয়
হায় মনুষ্যত,
    মায়ের আঁচল তো দূর অত্স 
    তোমার মুখ লুকোতে গিয়ে, 
 তোমার কদর্য অসহায় নগ্নতা ঢাকতে গিয়ে 
 প্রাগৈতিহাসিক গাছের বাকলও কুটিকুটি হয় লজ্জায়।


— নিরাপদে পিছুপায়ে অন্ধকার গুহায় ঢুকে যায় 
          গগনচুম্বী ইমারত, 
          রাতকে দিন করে দেওয়া আালো,
          আর অন্তঃসারশূণ্য আধুনিক রুচিবোধ। 
দেখি, ক্রমশ পিছনের দিকে ঘুরতে ঘুরতে 
দেওয়ালে ঠেকে গেছে সভ্যতার চাকা।

Comments :0

Login to leave a comment