KABITA — TUKTUKI / NATUNPATA

কবিতা — দর্পনা গঙ্গোপাধ্যায় / নতুনপাতা

ছোটদের বিভাগ

KABITA  TUKTUKI  NATUNPATA

কবিতা

টুকটুকি
দর্পনা গঙ্গোপাধ্যায়
 

টুকটুকে টুকটুকি রোজ কাটে আঁকি-বুকি
ফুটে উঠে নানা ছবি, জল রঙে লাল রবি
খেলা আছে ঝুড়ি ঝুড়ি সাথী তার গুড়গুড়ি
করে শুধু হুড়োহুড়ি খায় শুধু গড়াগড়ি 
ফুটফুটে সাদা ফুল দু'কানে দুই দুল
দোলেনাকো দুলদুল তাই টুকি কেঁদে আকুল
করে শুধু বায়না ভাত রুটি খায় না 
খায় সে বার্গার ফোনে দিয়ে অর্ডার।।

Comments :0

Login to leave a comment