পুরুলিয়া জেলায় বাজ পড়ে মৃত্যু হল তিন জনের। দিনকয়েক প্রচণ্ড ভ্যাপসা গরমের পর রবিবার দুপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি নামে জেলার নানা প্রান্তে। প্রবল বেগে বৃষ্টির পাশাপাশি ঘনঘন বাজ পড়তে থাকে। পাড়া থানার শাকড়া গ্রামে পুকুর থেকে স্নান করে ফেরার পথে বাজ পড়ে মৃত্যু হয় দুই তরুণের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন অঞ্জন দাস (২১) ও সোমনাথ বৈষ্ণব (২৩)। দুজনেরই বাড়ি পাড়া থানার শাঁকড়া গ্রামে। তাঁরা পুকুর থেকে স্নান করে ফেরার পথে তেঁতুল গাছের তলায় দাঁড়িয়েছিলেন। সেই সময় বজ্রপাতে গুরুতর জখম হওয়ার পর তাদের দুজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে রঘুনাথপুর থানার সেনেড়া গ্রামে মাঠে চাষের কাজ করছিলেন এক ব্যাক্তি। সে সময় বজ্রপাতে মৃত্যু হয় নাম লক্ষীনারায়ন বাউরি (৫৬)-র।
উড়িশায় বজ্রপাতে মৃত্যু হয়েছে ১২ জনের। শনিবার ঘূর্ণিঝড় ও নিম্নচাপের কারণে ভারী বৃষ্টি ও বাজ পড়ে ওড়িশায়। বজ্রাঘাতে প্রাণ হারালেন ১২ জন। জখম হয়েছেন আরো ১৪ জন। খুরদা জেলায় ৪ জন নিহত হয়েছেন জখম হয়েছেন তিনজন। বোলাঙ্গিরে ২ জন, আহত ৮ জন। অনগুল, বাউধ, ঢেঙ্কানল, জগতসিংপুর, গজপতি, জগতসিনপুর এবং পুরীতে একজন করে মোট সাত জনের মৃত্যু হয়েছে। কটকে আহত হয়েছেন একজন।
Comments :0