Local Trains Cancelled

ট্রেন বাতিল, চরম ভোগান্তি নিত্যযাত্রী ও পরীক্ষার্থীদের

রাজ্য

সপ্তাহান্তে ট্রেন বাতিল যেন দুর্বিষহ হয়ে উঠেছে নিত্যযাত্রী ও পরীক্ষার্থীদের। ব্যপক যাত্রী দুর্ভোগে শনিবারের সকাল।

ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগ, ২০২২-এর অধীনে অধীনস্থ খাদ্য ও সরবরাহ পরিষেবা, গ্রেড-৩-তে সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য পরীক্ষাটি ১৬ মার্চ (শনিবার) এবং ১৭ মার্চ (রবিবার) এই দুই দিন ব্যাপী হবে রাজ্যজুড়ে। এই দুইদিন পরীক্ষা তিনটি নির্দিষ্ট সময়ে ভাগ করা হয়েছে। প্রথম পরীক্ষা হবে সকাল ৯.৩০ টা থেকে বেল ১১ টা। দ্বিতীয় ধাপ বেলা ১২.৩০ থেকে ২ টা এবং তৃতীয় ধাপ হবে বিকেল ৩.৩০ মিনিট থেকে ৫ টা পর্যন্ত হবে। টানা ৫২ ঘণ্টা ধরে দমদম স্টেশনে ইন্টারলকিংয়ের কাজের জন্য শনিবার সকাল থেকেই বিপাকে পড়েছেন পরীক্ষার্থীরা।

 

শনিবার রাত থেকে শিয়ালদহ উত্তর শাখায় বাতিল একাধিক লোকাল। মোট ১৪৩টি ট্রেন বাতিল করা হয়েছে বলেই রেল সূত্রে খবর। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। বিশেষ করে বনগাঁ শাখার ট্রেনগুলো চলছে দমদম ক্যান্টরমেন্ট পর্যন্ত। এদিন সকাল থেকেই তার প্রভাব পড়তে শুরু করেছে। ট্রেন না পাওয়ায় বিপাকে পরীক্ষার্থী সহ নিত্যযাত্রীরা। বাতিল করা হয়েছে তিনটি মেল-এক্সপ্রেস। বনগাঁ থেকে প্রায় প্রতিটি স্টেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে। প্রতিটি স্টেশনের স্টেশন মাস্টার ঘোষণা করেছেন আগের স্টেশনে ডাউন ট্রেন দাঁড়িয়ে রয়েছে তাই ট্রেন ছাড়তে দেরি হচ্ছে। শতাধিক লোকাল ট্রেন বাতিল ও যাত্রাপথ সংক্ষিপ্ত হয়ে যাওয়ার জেরে চরম ভোগান্তির সম্মূখীন নিত্যযাত্রী ও পরীক্ষার্থীদের। মেট্রোপলিটান ইনস্টিটিউশন (মেন) স্কুলের শিক্ষক সত্যবান বিশ্বাস তিনি নিত্যযাত্রী। তিনি অভিযোগ করে বলেছেন, 'পৌনে নটা নাগাদ দত্তপুকুর থেকে ট্রেনে উঠেছি সকাল পৌনে বারোটা বিরাটি এসে পৌঁছেছি।‌ কখন পৌঁছাবো ক্যান্টরমেন্ট তা যানিনা। সেখান থেকে আবার পরিকল্পনা করে পৌঁছাতে হবে শিয়ালদহ। যানিনা হয়তো ততক্ষনে আমার স্কুল হয়তো ছুটি হয়ে যাবে'।

 

Comments :0

Login to leave a comment