ACCIDENTAL DEATH OF WORKERS

লরি উলটে নিহত ৪ শ্রমিক, আশঙ্কাজনক ২

রাজ্য জেলা

ACCIDENTAL DEATH OF WORKERS

ধান বোঝাই করে ছুটছিল লরি। আচমকা চাকা ফেটে উলটে যায় গাড়িটি। ধানের বস্তার ওপর বসে থাকা শ্রমিকরা চাপা পড়েন ধানবোঝাই লরির নিচে। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ৪ জনের। মর্মান্তিক এই ঘটনা বিষ্ণুপুরের যন্তা গ্রামের।

রবিবার রাতে এই ঘটনায় নিহত হয়েছেন সুরজিৎ মান্ডি, রটে মল্লিক, বুড়ো মল্লিক ও গফুর মির্জা। এঁদের বাড়ি পূর্ব বর্ধমানের রায়না থানার বহরমপুর গ্রামে। একই সঙ্গে এই ঘটনায় আজাহার মীর্জা ও উজ্জ্বল মল্লিক নামে দুই শ্রমিক গুরুতর আহত। 

জানা গিয়েছে, এদিন তালডাংরার বিবরদা থেকে ধান বোঝাই লরিটি বিষ্ণুপুরের জয়কৃষ্ণপুরপাত্রসায়ের রাস্তা ধরে বর্ধমানের দিকে যাচ্ছিল। রাত ৯টা নাগাদ চাকা ফেটে উলটে যায়। তখন লরির উপরে ধানের বস্তার উপর ৬জন শ্রমিক বসেছিলেন। তাঁরা নিচে চাপা পড়ে যান। 

স্থানীয় মানুষজন ছুটে এসে শ্রমিকদের উদ্ধার করে বিষ্ণুপুর থানায় খবর দেন। পুলিশ এসে ধানের বস্তায় চাপা পড়া শ্রমিকদের বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন। অন্য দু’জনের অবস্থাও আশঙ্কাজনক। তাঁদের বিষ্ণুপুর হাসপাতালেই ভর্তি করা হয়েছে। পুলিশ লরিটিকে আটক করলেও চালক পলাতক। 

Comments :0

Login to leave a comment