বঙ্গোপসাগরে তৈরি হলো নিম্নচাপ। হাওয়া অফিসের পূর্বাভাস মেনেই মঙ্গলবার সকালে তৈরি হয়েছে ওই নিম্নচাপ। ক্রমেই তা এগচ্ছে স্থলভাগের দিকে। ওই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন রাজ্যের প্রায় সব জেলায় ঝড়-বৃষ্টির প্রকোপ চলবে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। শুক্র ও শনিবারে বৃষ্টি বাড়বে বলে জানা যাচ্ছে। তবে ওই নিম্নচাপ শক্তি বাড়িয়ে আদৌ ঘূর্ণিঝড় হবে কিনা তা এখনও বলা যাচ্ছে না।
হাওয়া অফিস সূত্রে মঙ্গলবার জানানো হয়েছে, এদিন ওডিশা উপকূলের কাছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপটি। মাটি থেকে প্রায় ৮ কিলোমিটার উঁচুতে অবস্থান করে নিম্নচাপটি উত্তরে স্থলভাগের দিকে এগচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় তা আরও সুস্পষ্ট হওয়ার কথা। আর এর প্রভাবে রাজ্যের নতুন করে ঝড়বৃষ্টি চলবে। মঙ্গলবার সেযাত্রায় দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও নিম্নচাপ শক্তি বাড়লেই বাড়বে বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ঝড় হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা থাকছে।
নিম্নচাপের দেখা মিলতেই বুধবার থেকে দক্ষিণের সব জেলায় বৃষ্টির প্রাবল্য বাড়ার জেরে জারি হয়েছে হলুদ সতর্কতা। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, হুগলীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেজন্য আলিপুর এদিন জারি করে দিল কমলা সতর্কতা। দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
কলকাতা, হাওড়া, হুগলী, ঝাড়গ্রামে বৃষ্টির সঙ্গে ঝড়ের দেখা মিলতে পারে। শুক্রবার দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, হুগলীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামী শনিবার বীরভূম এবং মুর্শিদাবাদের দুই-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকছে বৃষ্টির পূর্বাভাস।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও একইভাবে জারি হয়েছে সতর্কতা। বুধবারে উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উত্তরের জেলার বৃষ্টি হবে না। বৃহস্পতিবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের দু’একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর জেরে কমলা সতর্কতা জারি করেছে। বাকি জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
একইভাবে শুক্রবার দার্জিলিঙ, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আশঙ্কা করা হচ্ছে। ওই তিন জেলায় কোথাও কোথাও অতিপ্রবল (২০ সেন্টিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে। কালিম্পঙ, উত্তর দিনাজপুর, কোচবিহারের কিছু জায়গাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এসব জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। শুক্রবারও দার্জিলিঙ, জলপাইগুড়ি, কালিম্পঙ, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে।
Low pressure
বঙ্গোপসাগরে নিম্নচাপ, সপ্তাহ ধরেই চলবে বৃষ্টি

×
Comments :0