সোমবার ওই এলাকাতেই একটি বোর্ডে আগুন লাগিয়ে দেওয়া হয়। দুটি ঘটনাস্থলই কলকাতা পৌরসভার ১০৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বাড়ি থেকে কয়েক মিটারের মধ্যে। আগের ঘটনার পরিপ্রেক্ষিতেও গড়ফা থানায় অভিযোগ জানানো হয়েছে সিপিআই(এম) হালতু এরিয়া কমিটির পক্ষ থেকে।
Haltu
হালতুতে ফের ভাঙা হলো গণশক্তি বোর্ড, আজই প্রতিবাদ সভা
×
Comments :0