MUKTADHARA | COLOURFUL FEST | POETRY — BASANTA UTSAV | LIPIKA CHATTAPADHAYA — 26 MARCH 2024

মুক্তধারা | রঙউৎসবের কবিতা — বসন্ত উৎসব | লিপিকা চট্টোপাধ্যায় — ২৬ মার্চ ২০২৪

সাহিত্যের পাতা

MUKTADHARA  COLOURFUL FEST  POETRY  BASANTA UTSAV  LIPIKA CHATTAPADHAYA  26 MARCH 2024

মুক্তধারা  

রঙউৎসবের  কবিতা

বসন্ত উৎসব
লিপিকা চট্টোপাধ্যায়

উত্তাল উত্তাল
অভিলাষী শিমুল পলাশ 
ঋতু বদলের পর 
অনুভবে থাকে বারো মাস ।

রং জাগে মধুমাসে 
আঙুলে আঙুল ছুঁয়ে থাকে 
বদলের দাবি নিয়ে 
থাকে প্রেম কিশলয় বুকে ।

আগুন আগুন সুখ
হৃৎস্পন্দের ঝংকার 
আনন্দ জাগানিয়া 
চমকিত মাতাল হাওয়ার ।

মুহূর্ত মুহূর্ত 
তোমাকেই রাখি করতলে  
বিঁধে থাকো ভালোবেসে,
উৎসব  ঢেকে ফুলে ফুলে ।

উষ্ণতা  মেখে নেবো
ঝাপসা স্মৃতির ঝাঁপি খুলে 
হিমঝুরি, মহুয়ার 
অপেক্ষা আছে তার তলে ।

ঘুমন্ত শূন্যতা 
চুপ ঋতু থাকে কিছুক্ষণ
বীজ পোঁতে সময়ের 
সেজে ওঠে রং জাগরণ ।

Comments :0

Login to leave a comment