Ranigunj

নিরাপদ সর্দারের নিঃশর্ত মুক্তির দাবিতে রানিগঞ্জে জাতীয় সড়ক অবরোধ

জেলা

মলয়কান্তি মণ্ডল▫️ রানিগঞ্জ

সন্দেশখালির নারকীয় ঘটনায় পার্টির রাজ্য কমিটির সদস্য ও খেতমজুর ইউনিয়ন এর রাজ্য সম্পাদক নিরাপদ সর্দারকে অন্যায়ভাবে গ্রেফতারের  প্রতিবাদে ও  নি:শর্ত মুক্তির দাবি জানিয়ে সোমবার বিকেলে ৬০ নং জাতীয় সড়ক অবরোধ করলো সিপিআই(এম) রানিগঞ্জ এরিয়া কমিটি। সিহারশোলে পথ অবরোধে নেতৃত্ব দেন প্রাক্তন বিধায়ক রুনু দত্ত, পার্টিনেতা সুপ্রিয় রায়, কৃষ্ণা দাশগুপ্ত, হেমন্ত প্রভাকর প্রমূখ। লালঝাণ্ডা, প্লাকার্ড নিয়ে নিরাপদ সর্দারকে নি:শর্ত মুক্তির দাবি নিয়ে ১৫ মিনিট পথ অবরোধ করেন পার্টিকর্মীরা। সন্দেশখালির ঘটনায় দলদাস পুলিশের আচরণে তীব্র সমালোচনা করে পার্টিকর্মীরা বলেন, দুর্নীতিবাজ ও সাধারণ মানুষের উপর অত্যাচারীদের আড়াল করছে পুলিশ। এদিন সকালে নেতাজি মূর্তির সামনে বিক্ষোভ দেখিয়ে মিছিল করে রানিগঞ্জ থানায় ডেপুটেশন দেয় সিপিআই(এম)। প্রতিবাদ মিছিলে শ্লোগান ওঠে প্রকৃত দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে। পশ্চিমবঙ্গের গণতন্ত্রের কণ্ঠরোধ করা চলবে না। রাজ্য সরকারের এই নিন্দনীয় ঘটনায় কয়লাঞ্চলের সর্বত্রই ধিক্কার জানায় সাধারণ জনগণও। এদিন বিকেলে গীর্জাপাড়া ও চিনকুঠি মোড়ে বিক্ষোভ মিছিল হয়। খেতমজুর ইউনিয়ন রানিসায়ের কদমডাঙা থেকে মিছিল করে জিটি রোড হয়ে রানিসায়ের এলাকা পরিক্রমা করে। মিছিলের নেতৃত্বে ছিলেন খেতমজুর ইউনিয়নের নেতা পূর্ণদাস ব্যানার্জি,  কৌশিক বোস সহ নারান বাউরি ও দিব্যেন্দু মুখার্জি। মিছিল থেকে রাজ্য সরকারের প্রতিহিংসা পরায়নতার প্রতি ধিক্কার জানিয়ে খেতমজুর ইউনিয়নের রাজ্য নেতা নিরাপদ সর্দারের নিঃশর্ত মুক্তির দাবি ওঠে।

 

 

Comments :0

Login to leave a comment