MUKTADHARA | POETRY — CHI SAMA ADHIKAR | SELINA KHATUN | 14 MARCH 2024

মুক্তধারা | কবিতা — চাই সম অধিকার | সেলিনা খাতুন — ১৪ মার্চ ২০২৪

সাহিত্যের পাতা

MUKTADHARA  POETRY  CHI SAMA ADHIKAR  SELINA KHATUN  14 MARCH 2024

মুক্তধারা  

কবিতা 

চাই সম অধিকার 
সেলিনা খাতুন

মানবসমাজের অর্ধেক আকাশ নারী ,
কাজে ,কর্মে, বুদ্ধিতে, দক্ষতায় সে ,
পুরুষের চেয়ে কোনো অংশে নয় কমজোরি।

সারাদিনব্যাপী কাজ করে নারী নানা খাতে,
ঘরে বাইরে খেতে খামারে এক জোটে। 
তবুও জোটে না ন্যায্য সম্মান, ন্যায্য মজুরি হাতে !

সমাজ বদলের ,সমাজ রক্ষার রণে ,
লড়ছে নারী ,ধরেছে হাল নানা ক্ষণে ,
আত্মত্যাগ করেছে, ক্ষতবিক্ষত হয়েছে মননে অন্তঃকরণে ।

মানবসমাজের উৎসের উৎস মুখের সন্ধান,
বিশ্বের যত কল্যাণ, যত অভিযান ,
নারীর ত্যাগে,অবদানে হয়েছে মহীয়ান।

তবুও নারী ধর্ষিতা হয়, ক্ষতবিক্ষত হয় অপমানে,
অন্যায় অবিচার হানে দিনে রাতে দেহ- মনে ।
পাষণ্ডের দল উল্লসিত হয় পৈশাচিক  উন্মাদনে।

অনেক সয়েছে নারী, অনেক পাপ ,তাপ ,
এবার সময় এসেছে ভেঙে ফেলার 
সামাজিক বৈষম্য, 
লিঙ্গ বৈষম্যের নানা অভিশাপ।

অবিচার, নির্যাতন পরাধীনতার শিকল ভাঙি,
প্রকট হও রণংদেহি বিশ্বজয়ী বীরাঙ্গনা।
বিনাশ হোক সকল অসুর, সকল গ্লানি ।

চাই সম অধিকার ,সমমর্যাদা, সম মনুষত্বের মান ,
এই মানবসমাজে হয়ে 
সম বলীয়ান ,
নারী পুরুষ একসাথে গাই সাম্যের গান।


 

Comments :0

Login to leave a comment