MUKTADHARA | POETRY — INCLUB ZINDABAD VAGAT SINGH | SOURAV DUTTA — 23 MARCH 2024

মুক্তধারা | কবিতা — ইনক্লাব জিন্দাবাদ ভগৎ সিং | সৌরভ দত্ত — ২৩ মার্চ ২০২৪

সাহিত্যের পাতা

MUKTADHARA  POETRY  INCLUB ZINDABAD VAGAT SINGH  SOURAV DUTTA  23 MARCH 2024

মুক্তধারা  

কবিতা

ইনক্লাব জিন্দাবাদ ভগৎ সিং 
সৌরভ দত্ত

লাহোর জেলের রাত্রি নিকষ কালো
ডায়েরির পাতা জুড়ে আজও লেখা আছে চিঠি
সন্ডার্সকে লক্ষ্যভেদী বুলেটে বিপ্লবের  ধ্বনি ওঠে
আমার দেশে জন্মেছিলেন একটা ভগৎ সিং
শিখেছে নাস্তিক ধর্ম; নওজওয়ান ভারত সভা
অগ্নিখরা দিনগুলো জেগে ওঠে স্মৃতিপটে
বন্ধকারাগারের পাশে জ্যোৎস্না এসে পড়ে
হত্যাকারীর ষড়যন্ত্রে চিতা জ্বলে শতদ্রু তীরে 
ভেসে যায় শব ভস্ম…
ফাঁসির পর রক্তবীজ ভগৎ সিৎ 
জন্ম নেয় দিন; প্রতিদিন।

Comments :0

Login to leave a comment