DYFI Brigade

না ইনসাফির প্রতিবাদে ব্রিগেড মুখী জলপাইগুড়ির শ্রমজীবীরা

জেলা

জলপাইগুড়ি থেকে রওনা হলেন ছাত্র যুব শ্রমজীবী অংশের মানুষ। ছবি দীপশুভ্র সান্যাল।

 তাদের গন্তব্য ব্রিগেডর সমাবেশ। জলপাইগুড়ি স্টেশনে দার্জিলিঙ মেলে রওনা হলেন জেলার এক বিরাট অংশের কম বয়সী যুব ছাত্র শ্রমজীবী অংশের মানুষ।
স্টেশনে দার্জিলিং মেলে ঢোকার কিছুক্ষণ আগে স্টেশনের বাইরে টিকিট কেটে জমায়েত হয়ে ব্রিগেড সমাবেশ সফল করার আহ্বান রেখে স্লোগান দিতে থাকেন ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা কমিটির কর্মী নেতৃবৃন্দ। একাধিকবার জিআরপি, আরপিএফের পক্ষ থেকে ব্রিগেড সমাবেশে কতজন যাচ্ছেন জলপাইগুড়ি থেকে তার খোঁজ নিতে থাকে যুব নেতৃবৃন্দের কাছ থেকে। স্লোগান দিয়ে স্টেশনে ঢোকার আগে স্টেশনে ফ্লেক্স ব্যানার পতাকা নিয়ে মিছিল করা যাবে না বলে জানিয়ে দেন আরপিএফ আধিকারিক। যুব কর্মীরা সেই বাধা অগ্রাহ্য করে ব্যানার পতাকা নিয়ে স্টেশন চত্বরে মিছিল করে ট্রেনে ওঠেন। যুব নেত্রীবৃন্দের হাতে রাতের খাবার তুলে দেন এবিপিটিএ জলপাইগুড়ি জেলার নেতৃবৃন্দ। ছিলেন এবিপিটির সদর জোনাল কমিটির সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, জেলা নেতা অসিত রক্ষিত, জ্যোতি বিকাশ কর, জয়দীপ মুখার্জী অনিরুদ্ধ সাহা সহ প্রাথমিক শিক্ষক আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ। স্টেশন চত্বরে যুব আন্দোলনের কর্মী নেতৃবৃন্দের যাতে ট্রেনে উঠতে কোন অসুবিধার সম্মুখীন না হয়, কোন সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে কিনা, সবাই ঠিকঠাক পৌঁছেছে কিনা তার খোঁজখবর নিতে দেখা যায় প্রাক্তন যুব আন্দোলনের নেতৃত্ব পার্টির জেলা সম্পাদক মন্ডলী সদস্য কৌশিক ভট্টাচার্য পার্টির জলপাইগুড়ি সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক বিপুল সান্যাল, সদর দক্ষিণ পূর্ব এরিয়া কমিটির সম্পাদক সুবীর রায়, পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির জলপাইগুড়ি জেলা সম্পাদক হরিপদ চক্রবর্তী, প্রাক্তন যুব নেতা ননীগোপাল মুখটি, শক্তি গোস্বামী সহ অন্যান্য পার্টি নেতৃবৃন্দকে। একই ট্রেনে কলকাতার ব্রিগেড সমাবেশের উদ্দেশ্যে রওনা হন পার্টির রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য জিয়াউল আলম।
 

Comments :0

Login to leave a comment