আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে সোমবার সকালে বসিরহাট মহকুমার বিস্তীর্ণ অঞ্চলের বামপন্থী শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে রক্ত পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদান পর্ব শেষ করে এদিন বিকালে মিছিল হয় বসিরহাট শহরে।বসিরহাট কলেজ সংলগ্ন এলাকা থেকে মিছিল শুরু হয় বৃষ্টি উপেক্ষা করে।দুনিয়ার মজদুর এক হও স্লোগান তুলে মিছিল ইটিন্ডা রোড ধরে এগিয়ে যায় ত্রিমোহিনীর দিকে।লাল পতাকায় সজ্জিত বিভিন্ন বামপন্থী শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে আওয়াজ তোলা হয় শ্রমিক বিরোধী কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূলের দুর্নীতি সহ একাধিক জনবিরোধী নীতির বিরুদ্ধে।ইটিন্ডা রোড ধরে এরপর মিছিল এগিয়ে যায় পুরাতন বাজার পেরিয়ে বসিরহাটের প্রাণকেন্দ্র টাউনহলের দিকে। বসিরহাট ইছামতি সেতু সংলগ্ন বোটঘাটে এসে শেষ হয় মিছিল।সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সি আই টি ইউ নেতা প্রতাপ নাথ, সারা ভারত খেতমজুর ইউনিয়নের নেতা রাজু আহমেদ বিশ্বজিৎ বসু।এদিন সকালে ওয়েস্টবেঙ্গল মেডিক্যাল এ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন উত্তর ২৪পরগনা জেলার পক্ষ থেকে বসিরহাট শহরে মিছিল হয়।মিছিল টাউনহল থেকে শুরু হয় এবং বিভিন্ন এলাকা ঘুরে টাউনহল ময়দানে এসে শেষ হয়।অন্যদিকে এদিন সকালে বসিরহাট বোটঘাট সংলগ্ন বসিরহাট মহকুমা কো অর্ডিনেশন কমিটি দপ্তরের সামনে ১২ ই জুলাই কমিটি বসিরহাট মহকুমা শাখার পক্ষ থেকে মে দিবস পালন করা হয়। মাল্যদান শেষে মে দিবসের তাৎপর্য্য নিয়ে সভা হয়। সভাপতিত্ব করেন রঞ্জিত কুমার মুখার্জ্জী ও অশোক মন্ডল। মে দিবসের তাৎপর্য ও বর্তমানে এর গুরুত্ব ব্যাখ্যা করে বক্তব্য রাখেন সুশান্ত মুখার্জ্জী। এছাড়াও বক্তব্য রাখেন অনাদি মিশ্র, সুকান্ত মন্ডল, সুশীল মন্ডল। সঙ্গীত পরিবেশন করেন উজ্জ্বল ব্যানার্জি। স্বরচিত কবিতা আবৃত্তি করেন রঞ্জিত কুমার মুখার্জ্জী।
Comments :0