Mid Day Meal Corruption

মিড ডে মিলে দুর্নীতি, প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ

জেলা

Mid Day Meal Corruption

গাইঘাটার ডুমা পঞ্চায়েতের ঝিকরা হাইস্কুলের মিড ডে মিল নিয়ে চরম দুর্নীতি হয়েছে লক্ষ লক্ষ টাকা তসরূপ করা হয়েছে 
তার তদন্তর দাবি ও প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে স্কুলের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা৷ প্রায় ৫০ মিনিট অবরোধ করার পর স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন।

প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভকারীরা গ্রামে জনমত সংগ্রহ করছেন৷ স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের অভিযোগ গাইঘাটার ডুমা পঞ্চায়েতের ঝিকরা হাইস্কুলের মিড ডে মিল নিয়ে চরম দুর্নীতি হয়েছে, লক্ষ লক্ষ টাকা তসরূপ করা হয়েছে। আমরা সেই ঘটনার তদন্ত চাই ও প্রধান শিক্ষকের শাস্তি চাই। এই দাবি নিয়ে শনিবার স্কুলের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছে।

বিক্ষোভকারী অভিভাবকদের বক্তব্য 'পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ৩২২ জন পড়ুয়া আছে৷ তাদের মধ্যে স্কুলে ২০০ জন উপস্থিত থাকলেও মিড ডেমিল খায় ৮০ থেকে ১০০ জন৷ কিন্তু হিসাবে দেখানো হয় প্রায় ৩০০ জন করে৷ এভাবেই কয়েক বছর ধরে লক্ষ লক্ষ টাকা তশরুম করেছে স্কুল কর্তৃপক্ষ ও প্রধান শিক্ষক৷ দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ অবরোধ বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা৷

Comments :0

Login to leave a comment