আলিপুরদুয়ারে বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী মিলি ওঁরাও। রবিবার বামফ্রন্টের বিবৃতিতে এই নাম ঘোষণা করা হয়েছে। মোট ১৭ আসনে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট।
এদিন সংবাদমাধ্যমের প্রশ্নে সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, ‘‘সাত দফায় নির্বাচন হচ্ছে। প্রথম দফায় তিন আসনে ভোট হচ্ছে। তার মধ্যে দু’টি আসনে বামফ্রন্ট প্রার্থী দিয়েছে ভোট ঘোষণা হওয়ার আগে।’’
প্রথম দফার ভোট ১৯ এপ্রিল। রাজ্যের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোট ওইদিন। কোচবিহার ও জলপাইগুড়িতে প্রার্থী আগেই ঘোষণা করে দিয়েছিল বামফ্রন্ট। এদিন আলিপুরদুয়ারের প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে।’’
এক প্রশ্নে সেলিম বলেন, ‘‘বামফ্রন্ট এবং সহযোগীদের সঙ্গে আলোচনা চলছে আসন সমঝোতা নিয়ে। তৃণমূল ও বিজেপি’র বিরুদ্ধে এই নির্বাচনের লড়াইয়ে যারা থাকবে বলেছে কথা হচ্ছে তাদের সঙ্গেও। আলোচনার অভিজ্ঞতা ইতিবাচক।’’
তিনি বলেন, ‘‘বামপন্থীরা ইতিবাচক দিককে গুরুত্ব দেয়। রাজনীতিতে দু’দলের বিরোধী দলগুলির মধ্যে সমঝোতা তৈরি করছে। আমরা চেষ্টা চালাচ্ছি। আলোচনার ইতিবাচক দিক রয়েছে।’’
ALIPURDUAR LF CANDIDATE
আলিপুরদুয়ারে বামফ্রন্টের প্রার্থী মিলি ওঁরাও
×
Comments :0