বৃহস্পতিবার একথা বলেছেন সিপিআই(এম) নেতা গৌতম দেব। কাচড়াপাড়া মিলননগর বাসস্ট্যান্ডের সামনে বারাকপুর লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী দেবদূত ঘোষের সমর্থনে এক জনসভায় তিনি বক্তব্য রাখেন। ছিলেন প্রাক্তন সিপিআই(এম) সাংসদ তড়িত বরণ তোপদার, সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য গার্গী চ্যাটার্জী, সোমনাথ ভট্টাচার্য সহ নেতৃবৃন্দ।
এছাড়াও বক্তব্য রাখেন সিপিআই(এম) উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য দেবাশিস রক্ষিত, সুকান্ত রক্ষিত সহ নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন কল্যাণ মুখার্জি।
সভায় গৌতম দেব বলেন, ‘‘মোদী আবার জিতলে দেশের সর্বনাশ হয়ে যাবে। এরা দেশের সম্পদ বেচে দিচ্ছে। কর্পোরেটদের স্বার্থে এরা দেশ চালাচ্ছে। এখন রামের নাম করে মানুষের কাছে ভোট চাইছে। ধর্মকে রাজনীতির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। এটা প্রধানমন্ত্রী করতে পারেন না। এটা আমাদের দেশের সংবিধান বিরোধী কাজ। মোদী ও মমতা এরা কেউ সংবিধান মানে না। মোদী জিতলে এটাই হয়তো শেষ নির্বাচন। বিজেপি’র হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তৃণমূলের হাত থেকে রাজ্যকে রক্ষা করতে হবে। এই দুই দলকে পরাস্ত করলে দেশ ও রাজ্যের মানুষ রক্ষা পাবে।’’
তিনি বলেন, ‘‘এই রাজ্যে বিজেপিকে হাত ধরে এনেছে তৃণমূল। মানুষ ভাবছিলেন তৃণমূলকে দিয়ে বিজেপি-কে ঠেকাবে। এটা ভুল। এই দুই দলের মধ্যে কোনো পার্থক্য নেই। মোদী গত দশ বছরে কোনো কাজ করেননি। এই রাজ্যে মমতা ব্যানার্জি একটাও কারখানা করেননি। এখানে রেলের কোচ ফ্যাক্টরি হবে বলে মানুষকে বলেছিলেন। এটা হলে অনেক যুবক-যুবতী কাজ পেতেন। কিন্তু কিছুই হয়নি। চুরি লুট এটাই দেশ ও রাজ্যজুড়ে চলছে। এখনও সময় আছে। ভোট দেওয়ার আগে ভাববেন। তৃণমূল ও বিজেপিকে ভোট দিলে দেশ ও রাজ্যের ক্ষতি হয়ে যাবে। এদেরকে পরাস্ত করতে হবে। বারাকপুর লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী দেবদূত ঘোষকে জেতালে এখানকার মানুষের কথা সংসদে পৌছে দেবে।’’
সভায় অভিনেতা বাদশা মৈত্র বলেন, ‘‘ভোট দেওয়ার আগে মানুষকে ভাবতে হবে দেশ ও রাজ্য কি ভাবে চলছে? বিজেপি জাতের নামে, ধর্মের নামে মানুষকে ভাগ করছে। গত দশ বছরে কেরোসিন, গ্যাসের দাম দ্বিগুণ বেড়েছে। মানুষের বেতন কিন্তু দ্বিগুণ বাড়ে নি। এই সরকার গরিব মানুষের কথা ভাবে না। এরা কর্পোরেটদের কথা ভাবে।’’ তিনি বলেন, ‘‘এই রাজ্যের সরকার এমন পরীক্ষা নিয়েছে যে এতজনের চাকরি চলে গেল।’’
এদিন বারাকপুর লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী দেবদূত ঘোষকে নিয়ে কাচড়াপাড়া মিলননগর বাসস্ট্যান্ড থেকে এক বিশাল প্রচার মিছিল থানার মোড় নিচুবাসায় শেষ হয়। এই মিছিলে বাদশা মৈত্রও পা মেলান।
কাঁপা চেকপোস্ট মোড় থেকে এক বর্ণাঢ্য প্রচার মিছিল চৌগাছা মোড়ে গিয়ে শেষ হয়। এই মিছিলে হাঁটেন প্রার্থী দেবদূত ঘোষ, অভিনেত্রী শ্রীলেখা মিত্র, সোমনাথ ভট্টাচার্য, গার্গী চ্যাটার্জী, পার্টি নেতা সন্তোষ ব্যানার্জী, সুমন চক্রবর্তী সহ নেতৃবৃন্দ।
Comments :0