কিছুদিন আগেই সমাপ্ত হয়েছে অলিম্পিক গেমস । অলিম্পিকে এইবার ভারতের মোট ৬ টি পদকের মধ্যে মেলেনি একটাও স্বর্ণপদক। তাই এইবার প্যারিসে প্যারাঅলিম্পিকসে সেই দুঃখ ভুলতে চান ভারতের প্রতিযোগীরা।
মোট ৮৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করতে চলেছেন প্যারিস প্যারা অলিম্পিকে। ২৮ আগস্ট থেকে শুরু হবে প্যারাঅলিম্পিক এবং চলবে সেপ্টেম্বরের ৮ তারিখ পর্যন্ত।
একনজরে দেখে নেওয়া যাক কোন কোন দিন ভারত কোন কোন ইভেন্টে নামতে চলেছে -
প্যারা আর্চারি, প্যারা ব্যাডমিন্টন, প্যারা ট্র্যাক সাইক্লিং ( ২৯ আগষ্ট )
প্যারা অ্যাথলেটিক্স , প্যারা শুটিং ( ৩০ আগষ্ট )
রোড সাইক্লিং ( ৪ সেপ্টেম্বর )
প্যারা জুডো ( ৫ সেপ্টেম্বর )
প্যারা ওয়েটলিফটিং , প্যারা রোয়িং , প্যারা সাঁতার, প্যারা টেবিল টেনিস,
প্যারা তাইকুন্ডো ( ৬ সেপ্টেম্বর )
Comments :0