‘ইন্ডিয়া’ বাধা দিচ্ছে উন্নয়নে। বাধা দিচ্ছে দুর্নীতি দমনে। রামমন্দির উদ্বোধনেরও সমালোচনা করেছে। দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করারও বিরোধিতা করেছে।
‘ইন্ডিয়া’ মঞ্চকে ফের আক্রমণ করে এই ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার মধ্য প্রদেশে বালাঘাটে বিজেপি’র নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি। বিকেলে আবার পৌঁছে গিয়েছেন তামিলনাডুর চেন্নাইয়ে ‘রোড শো’ করতে।
বালাঘাটে নির্বাচন ১৯ এপ্রিল। মোদী বলেছেন, ‘‘আমি বলছি দুর্নীতি হটাও। ওরা (ইন্ডিয়া) বলছে দুর্নীতিগ্রস্তদের বাঁচাও।’’ মোদী বলেন, ‘‘কংগ্রেস ‘ইন্ডিয়া’ জোট গড়ে দেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে।’’
কেন্দ্রের তদন্ত এজেন্সি কেবল বিরোধীদের মধ্যে কেন দুর্নীতির খোঁজ পায় সে প্রশ্ন বাড়ছে। বিজেপি’তে অভিযুক্তরা যোগ দিলেই ফের ‘সাফ’ হয়ে যায় কেন, বিজেপি পড়ছে সে প্রশ্নের মুখেও। নির্বাচনী বন্ডে বিজেপি’র ভাণ্ডারে হাজারে হাজার কোটি টাকা কারা দিয়েছে, দেখে ফেলেছে দেশ। সত্য আড়ালের প্রবল চেষ্টাও ধরা পড়ে গিয়েছে। মোদীর ভাষণে ধরা পড়েছে উদ্বেগ।
মোদীর দাবি, ‘‘তৃতীয় দফায় বিজেপি’র নেতৃত্বে জোট এনডিএ বড় এবং ঐতিহাসিক আরও পদক্ষেপ নেবে। ৪ জুন ফলাফল কী হবে এই জনসমাবেশ বুঝিয়ে দিচ্ছে।’’
মধ্য প্রদেশে বিধানসভা ভোটে জয়ী হয়েছে বিজেপি। কংগ্রেসকে হারালেও লোকসভায় আসন খোয়ানোর শঙ্কা রয়েছে। হিন্দি বলয়ে এই রাজ্যগুলিতে গত লোকসভা ভোটে প্রায় সব আসনে জয়ী হয়েছে বিজেপি। সেই আসন রক্ষা করাই চিন্তায় রেখেছে বিজেপি’কে। উত্তর এবং উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস।
কংগ্রেস এবং বিরোধীদের আক্রমণ শানিয়ে মোদীর ভাষণ, ‘‘পরিবারতান্ত্রিক দলগুলির কাছে শ’য়ে শ’য়ে কোটি টাকা আছে। এদের টাকা গুনতে যন্ত্র লাগে।’’ মোদী বলেছেন, ‘‘এই দলগুলির নিজেদের মধ্যে ঝগড়া রয়েছে। কিন্তু মোদীকে আটকাতে একজোট হয়েছে। মোদী নয়, আসলে দেশের উন্নয়ন আটকাতে চাইছে এরা।’’
মোদীর দাবি, ‘‘যারা নিজেদের পকেট ভরতে রাজনীতিতে এসেছে তাদের উচিত নয় আমার সমালোচনা করা। তাদের পকেট কিভাবে ভরেছে আমি ফাঁস করে দেব। সামনের পাঁচ বছর আরও জোরালো হবে এই কাজ। এ কারণেই এই দলগুলি আমার বিরুদ্ধে একজোট হয়েছে।’’
নির্বাচনী বন্ডের তথ্য দেখিয়েছে লোকসানে চলা সংস্থাও কিনেছে কোটি কোটি টাকার নির্বাচনী বন্ড। অনেকক্ষেত্রে মুনাফার কয়েকগুন অর্থ কেনা হয়েছে বন্ডে। বিরোধীরা বলেছেন, এই ঘটনা সরাসরি অর্থ পাচার, হওয়া উচিত ইডি’র তদন্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বাদ দিয়ে প্রধানমন্ত্রী সংসদের উদ্বোধন করেছেন কেন, সে প্রশ্ন তুলেছেন বিরোধীরাই।
MODI 'INDIA'
বন্ড দুর্নীতি ঢাকতে মোদীর আক্রমণ ‘ইন্ডিয়া’-কে
×
Comments :0