JET Goyal ED

জেট এয়ারওয়েজের গোয়েল ১১ সেপ্টেম্বর পর্যন্ত ইডি হেপাজতে

জাতীয়

সেপ্টেম্বরের ১১ তারিখ পর্যন্ত ইডি’র হেপাজতে থাকতে হবে নরেশ গোয়েলকে। জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা প্রধানের বিরুদ্ধে ব্যাঙ্ক জালিয়াতি করে অর্থ তছরুপের অভিযোগ দায়ের করেছে ইডি। শুক্রবারই দিল্লিতে গ্রেপ্তার করা হয়েছিল গোয়েলকে। তাঁকে দিল্লি থেকে মুম্বাই নিয়ে আসা হয়েছিল। মুম্বাইয়ের বিশে আদালত শনিবার তাঁর হেপাজতের নির্দেশ দিয়েছে। 

গোয়েলের বিরুদ্ধে প্রথম জালিয়াতির অভিযোগ দায়ের করে কানাড়া ব্যাঙ্ক। ৫৩৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে তদন্ত নামে সিবিআই-ও। দায়ের হয় এফআইআর। কানাড়া ব্যাঙ্কের অভিযোগ, জেট এয়ারওয়েজের নামে ৮৪৮.৮৬ কোটি টাকা ধার নেওয়া হয়। ৫৩৮.৬২ কোটি টাকা ব্যাঙ্কে ফেরাননি গোয়েল। এই টাকা নিজের বিভিন্ন সহযোগী সংস্থায় পাঠিয়েছেন জেট এয়ারওয়েজ সংস্থার মালিক। 

টাকা নয়ছয়ের অভিযোগ সামনে আসায় তদন্তে নামে ইডি। অর্থ পাচার রোধ আইনে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে ইডি। ২০০৫ থেকে কানাড়া ব্যাঙ্কের সঙ্গে লেনদেন চালাচ্ছে জেট এয়ারওয়েজ। 

গ্রেপ্তারির আগে একাধিক শহরে জেট এয়ারওয়েজ সম্পর্কিত বিভিন্ন জায়গায়

Comments :0

Login to leave a comment