ফের বন্ধ থাকছে ১০ নম্বর জাতীয় সড়ক। এবার ১০ নম্বর জাতীয় সড়কের রবিঝোরা থেকে ২৯ মাইল পর্যন্ত সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকছে টানা ৭২ ঘণ্টা। শুক্রবার কালিম্পং জেলা প্রশাসনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৬ মে সকাল ৬টা থেকে ৯ মে সকাল ৬টা পর্যন্ত এই পথে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকবে। ওই সময় শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিমের মধ্যে যান চলাচল করবে সেবক-লাভা-গোরুবাথান-আলগাড়া হয়ে। ধসের মাটি-পাথর সরিয়ে মেরামতির জন্য রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগ ও মাঝারি ও ভারি ধরনের বৃষ্টির কারণে মাঝে মধ্যেই পাহাড়ি রাস্তার ওপর ধস নামার ঘটনা ঘটে। ধসের ফলে পাহাড়ের গা বেয়ে নেমে আসা বালি পাথর মাটিতে বারংবার রাস্তা বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, পাহাড়ের গা বেয়ে নেমে আসা বড় বড় পাথরের আঘাতে বাংলা—সিকিম লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতির মুখে জাতীয় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। কালিম্পঙের জেলা প্রশাসনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক মেরামতির কারণেই রবিঝোরা থেকে ২৯ মাইল পর্যন্ত ১০ নম্বর জাতীয় সড়কে সমস্ত ধরনের যানবাহন চলাচল টানা তিন দিন বন্ধ থাকছে।
প্রতিদিন তাপমাত্রা বাড়ছে। জারি রয়েছে তাপপ্রবাহের সতর্কতাও। তাপপ্রবাহ থেকে রেহাই পেতে পর্যটকদের ভিড় জমছে দার্জিলিঙয়ে। দেশের প্রতিটি প্রান্তের মানুষ গরম থেকে রেহাই পেতে ছুটছেন দার্জিলিঙ ও সিকিমে। পর্যটনের ভরা মরশুমে, যেখানে গরমের ছুটিতে সকলে সিকিম-দার্জিলিঙমুখী, পর্যটনে একটা ধাক্কা লাগতে চলেছে বলে মনে করা হচ্ছে।
Comments :0