Natunpata Kabita 15 May

কবিতা ফলবাজার নতুনপাতা

ছোটদের বিভাগ

Natunpata Kabita

কবিতা ফলবাজার নতুনপাতা

ফলবাজার

স্বপন নাগ

পুরী থেকে হরিহর ক্যুরিয়ারে পাঠালে -
ফলে ঠাসা বাক্স : আম জাম কাঁঠালে।

গ্রীষ্মের দাবদাহে লোকজন জেরবার
বাজারে ঘুরি, তবু মন নেই ফেরবার।
এদিকে বাজারে খুব রমরমা বাতাবির
মন বলে ফল খাই আয় আয় কী খাবি ?
জামরুল লিচু বেল সব ফলই পাবি ভাই
একসাথে এত ফল মনে মনে খাবি খাই !
ন্যাসপাতি তরমুজ পেয়ারায় মজে মন,
খাই খাই ফল খাই : মন বড় উচাটন।
ঝুড়ি থেকে উঁকি মারে কলা লেবু শশা রে
জিভে জল মনে লোভ দিশেহারা দশা রে।
রসেভরা আনারস ঝামেলাটা কাটবার,
কিনতে গিয়েও ফিরি বারবার আটবার।
ফুটি আছে, সবেদাও, ওই দ্যাখ্ বেদানা
পুরো যদি না-দিবি গোটাদশ দে দানা।

খাব না আপেল, তাই রাশ টানি জিভেতে
মনে পড়ে কী কান্ড আদম আর ইভেতে ?

Comments :0

Login to leave a comment