Kabita 15 May Natunpata

নতুনপাতা কবিতা মিষ্টি খুকু শুভদীপ সাহা

ছোটদের বিভাগ

Kabita Natunpata

মিষ্টি খুকু
শুভদীপ সাহা

ও খুকু ও খুকু
তুই ওখানে কি করছিস? 
-- তুমি দেখতে পাচ্ছো না
আমি গাছ থেকে ফুল তুলছি 
ঠাকুরের পুজো করবো বলে। 
-- কী কী ফুল তুলছিস খুকু? 
কী কী ফুল আছে তোর ঝুড়িতে? 
গাঁদা, জবা, সাদা ফুল, নীল ফুল
চাও কি তুমি নিতে? 
-- না রে খুকু, আমি তোকে দেখছি
আমাকে দেখছো কেন? 
তোকে ফুলের মতো মিষ্টি লাগছে তাই। 
-- তুই যখন সকালে ফুল তুলিস
তোর মিষ্টি হাসি আমার লাগে খুব ভালো
তোর খুশিতেই যে আমার মনে
জ্বলে খুশির আলো।

Comments :0

Login to leave a comment