New Friend Story

২৬ এ বৈশাখ

ছোটদের বিভাগ

New Friend Story

২৬ এ বৈশাখ

প্রীতম মজুমদার

'মা, মা এই দেখো কী এনেছি।'-বাকহরিত কমলা যখন এই চিত্রের প্রেক্ষাপট জিজ্ঞেস করে তখন ছেলে বলে 'গতকাল এই ছবিটায় মালা পড়াচ্ছিল। ওই ইঞ্জিরি ইস্কুলটায় সবাই এই ছবিটার সামনে নাচগান করছিল। কিন্তু জানো মা আজকে কী দেখলাম?'
'কী?'
'ছবিটা ধুলোয় গড়াগড়ি খাচ্ছিল। আমার দাদুটাকে বেশ ভালো লাগল। তাই ধুলো ঝেড়ে নিয়ে এলাম। এটা আমি রেখে দেব।'
অশ্রুনির্ঝরিতা, কাগজ কোড়ানি, ভিখারিনি কমলা রবীন্দ্রনাথের চিত্রটি নিজের ঝোলায় পুরে ফেলল।


-১২ই বৈশাখ, ১৪৩০
প্রীতম মজুমদার
রহড়া পশ্চিমপাড়া
৮৫৮৩০৮৩৬৪৮

Comments :0

Login to leave a comment