সোমবার জাতীয় সভাপতি নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া ছিল। সেখানে নিজের নাম জমা দিয়েছিলেন নিতীন নবীন। কোনও বিরোধী প্রার্থী ছিল না। তাই আরএসএস-ঘনিষ্ঠ নীতিন নবীন বিজেপির সর্বকালের কনিষ্ঠতম সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হন। আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হবে। অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অন্যান্য নেতৃত্ব খবর বিজেপি সূত্রে।
বিজেপি সদর দপ্তর সূত্রে জানানো হয়েছে, নির্বাচন ১৬ জানুয়ারী ঘোষণা করা হয়েছিল এবং ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকা ৩০টি রাজ্যে সম্পন্ন হওয়া সাংগঠনিক নির্বাচনের ভিত্তিতে তৈরি করা হয়।
সোমবার দুপুর ২টা থেকে ৪টার মধ্যে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়। জাতীয় সভাপতি পদে একমাত্র নাম হিসেবে নীতিন নবীনের নামই চূড়ান্ত হয়। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁকে সমর্থন করেছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপি’র শীর্ষ নেতৃত্ব। তিনি জেপি নাড্ডার স্থলাভিষিক্ত হলেন।
২০০৮ সালে ভারতীয় জনতা যুব মোর্চার জাতীয় কার্যনির্বাহী সদস্য ও যুব শাখার সহ-ইন-চার্জ হিসেবে শুরু হয় নীতিন নবীনের রাজনৈতিক জীবন। ২০১০ থেকে ২০১৩ তিনি যুব মোর্চার জাতীয় সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৬-১৯ বিহার যুব মোর্চার রাজ্য সভাপতি তারপর সিকিমে বিজেপির নির্বাচনী ও সংগঠন ইন-চার্জ। ২০২৫ সালের শেষের দিকে তাঁকে বিজেপির জাতীয় কার্যনির্বাহী সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়। এদিন তিনি বিজেপি’র দ্বাদশ জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হলেন।
BJP president
বিজেপি‘র সর্বভারতীয় সভাপতি নিতীন নবীন
×
Comments :0