রাতের অন্ধকারে ভেনেজুয়েলায় হামলা চালিয়েছিল আমেরিকা। রাজধানী কারাকাসে রাষ্ট্রপতি ভবনে ঢুকে পড়ে বন্দি করা হয়েছিল নিকোলাস মাদুরো। আর প্রতিরোধে নেমে নিহত হয়েছিলেন ৩২ সেনা। তাঁদের স্মরণে জাতীয় পদযাত্রা করছে কিউবা।
যে ৩২ জনকে বীরের মর্যাদা দিয়েছে কিউবা তাঁদের মরদেহ হাভানায় হোসে মার্তি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বরণ করেছে কিউবা। হয়েছে শেষ যাত্রা। রাষ্ট্রপতি দিয়াজ কানেল এবং কিউবা বিপ্লবের অন্যতম নেতা রাউল কাস্ত্রো শ্রদ্ধা জানিয়েছেন নিহতদের মরদেহে।
কিউবার রাষ্ট্রপতি মিগুয়েল দিয়াজ কানেল দেশবাসীকে তাঁর আহ্বানে বলেছেন, ‘‘গত ৩ জানুয়ারির হামলায় নিহতরা অন্যায় সামরিক আগ্রাসনের বিরুদ্ধে লড়েছিলেন। একটি সার্বভৌম দেশ ভেনেজুয়েলা। তার নির্বাচিত রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো। রাষ্ট্রসঙ্ঘ, আন্তর্জাতিক আইন সব কিছু ভাঙছে আমেরিকা। প্রতিরোধীদের সাহসকে সম্মান জানাবে কিউবা।’’
আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সরাসরিই বলছেন এবার শাসন বদলের লক্ষ্য রয়েছে সমাজতান্ত্রিক কিউবায়। লাতিন আমেরিকারই কলম্বিয়ায় বামপন্থী সরকারকে গায়ের জোরে সরাতে চাইছে আমেরিকা। প্রতিবেশী মেক্সিকো নিরাপদে নেই। গ্রিনল্যান্ডে পুরোপুরি দখলে আনার লক্ষ্য ঘোষণা করা হয়ে গিয়েছে। বস্তুত বিশ্বের কোনও দেশ, সামরিক বা অর্থনৈতিক, সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিপদের বাইরে নয়।
মিগুয়েল দিয়াজ কানেল সোশাল মিডিয়ায় পোস্টে আরও বলেছেন, হাভানায় আমেরিকার দূতাবাস থেকে হবে মিছিল। সব প্রদেশেও প্রধান শহরেও জানানো হবে শ্রদ্ধা। হোয়াইট হাউসকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘‘আমাদের সম্পর্কে ধারণার অভাব রয়েছে যাদের তারাও জানুক আমরা কারা’’।
Cuba National March
আমেরিকার হামলায় নিহত ৩২ প্রতিরোধীকে বীরের মর্যাদা কিউবার
হাভানায় পূর্ণ মর্যাদা জানিয়ে প্রতিরোধীদের মরদেহবাহী শকট নিয়ে যাওয়া হচ্ছে।
×
Comments :0