SIR Supreme Court

প্রকাশ করতে হবে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা নির্দেশ সুপ্রিম কোর্টের

জাতীয় রাজ্য

লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। সোমবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত দফতর, ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে এই তালিকা টাঙাতে হবে কমিশনকে। প্রতিটি ব্লক অফিসে আলাদা কাউন্টার খুলতে হবে বলে শীর্ষ আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। 
সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে এসআইআরের শুনানিতে যাদের ডাকা হচ্ছে তাদের সাথে একজন ব্যাক্তি যেতে পারবেন। সেই একজন যে কোন রাজনৈতিক দলের বিএলএ’ও হতে পারেন। শুনানিতে এসে ভোটাররা যেই নথি জমা দিচ্ছেন তার পরিপ্রেক্ষিতে রসিদ দেওয়ার কথাও বলেছে কমিশন। রাজ্যের সিইও দপ্তরের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে আবেদন জানানো হয়েছিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে নথি হিসাবে মান্যতা দেওয়ার জন্য। কমিশন সেই আবেদন খারিজ করে দেয়। এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে নথি হিসাবে মান্যতা দেওয়া যাবে।
এসআইআরকে কেন্দ্র করে বিভিন্ন শুনানি কেন্দ্রে অশান্তির ছবি দেখা গিয়েছে। কোন জায়গায় যাতে কোন বিশৃঙ্খলা না হয় তার জন্য রাজ্যকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করার কথা বলেছে সুপ্রিম কোর্ট।

Comments :0

Login to leave a comment