Fire breaks

বুধবারের পর ফের অগ্নিকান্ড কলকাতায়

কলকাতা

ফের অগ্নিকান্ড কলকাতায়। একই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার এই ঘটনা ঘটলো। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বড়বাজারে। এদিন দুপুরে বড়বাজারের বনফিল্ড রোডের একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে। একজন ব্যাবসায়ী জানান, তিনতলা ভবনের নিচের তলার একটি গুদাম থেকে হঠাৎই ধোয়া বেরোতে দেখেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে দমকলের পাঁচটি ইঞ্জিন।

বড়বাজার একে ঘিঞ্জি এলাকা। তার ওপর ওই এলাকার চারদিকে একাধিক বহুতল ও পুরোনো গুদাম রয়েছে। ফলত, গুদাম থেকে ধোয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন ব্যাবসায়ী সহ স্থানীয়রা। এমনকি মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। পরিস্থিতি সামাল দিতে  ফোম ব্যবহার করেন দমকলকর্মীরা। রাসায়নিকের গুদাম হওয়ায় বিষাক্ত গ্যাস বার হতে থাকে। সেই কারণে মুখে অক্সিজেন মাস্ক পরে কাজ করতে হয় দমকলকর্মীদের। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তারা। আগুন নিয়ন্ত্রণে এলেও কী থেকে আগুন লাগলো তা  খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এখনও পর্যন্ত ঘটনায় হতাহতের কোনও  খবর মেলেনি। 

উল্লেখ্য, বুধবার উত্তর কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিটের একটি আসবাবের দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে। দমকলের ১০ টি ইঞ্জিনের ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এই ঘটনা সামনে এসেছে। 

Comments :0

Login to leave a comment