SIR

এসআইআর: রাজ্য জুড়ে বিডিও অফিসে বিক্ষোভে সিপিআই(এম)

রাজ্য

এসআইআরের নামে সাধারন প্রান্তিক মানুষকে হেনস্থা ও হয়রানি করার প্রতিবাদে সোমবার সিপিআই(এম) পাঁশকুড়া জোনাল সাংগঠনিক কমিটির ডাকে পাঁশকুড়া বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন দেওয়া হয়। এদিন রবীন্দ্র নজরুল ভবনের সামনে থেকে বিডিও অফিস পর্যন্ত মিছিল হয়। বিডিও অফিসের সামনে পুলিশ বাহিনী মোতায়েন ছিল আগে থেকেই। মিছিল পৌঁছাতেই পুলিশ বাধা দেয়। দীর্ঘ সময় ধরে বাদানুবাদ চলে। সিপিআই(এম) কর্মীদের অনড় মনোভাবে পিছু হটে পুলিশ।  এদিন মিছিলের পর অবস্থান সভা থেকে নির্দিষ্ট দাবিগুলির ভিত্তিতে বিডিও'র কাছে ডেপুটেশন দেওয়া হয়। দাবিগুলির মধ্যে ছিল কোনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবেনা, অবৈধ ভোটারের নাম বাদ দিতে হবে, সচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করতে হবে। এদিনের মিছিল ও ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিরঞ্জন সিহি, ইব্রাহিম আলি সহ নেতৃবৃন্দ।


এদিন মুর্শিদাবাদে সিপিআই(এম) ধুলিয়ান এরিয়া কমিটির ডাকে সামশেরগঞ্জে বিডিও অফিস অভিযান করা হয়। ডেপুটেশন দেওয়া হয় বিডিও'র কাছে। এসআইআর'র হিয়ারিং নামে বৈধ ভোটারদের হয়রানির বিরুদ্ধে আওয়াজ তোলা হয়। ডেপুটেশন দিয়ে নির্দিষ্টভাবে ভিডিওকে অভিযোগ গুলি জানান নেতৃবৃন্দ। দীর্ঘক্ষণ ধরে চলে অবস্থান বিক্ষোভ। সামশেরগঞ্জের স্থানীয় পার্টি অফিস থেকে এদিনের মিছিল শুরু হয়। মিছিলে ছিলেন সিপিআই(এম) নেতা মোদাসসের হোসেন সহ নেতৃবৃন্দ।

মালদহের মানিকচকে মানিকচক বিধানসভার বামপন্থী দলসমূহের ডাকে বিডিও অফিসে বাইরে বিক্ষোভ করা হয়। এসআইআর'র হিয়ারিং নামে মানুষের হয়রানির বিরুদ্ধে, ভুয়ো ও স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দিয়ে নির্ভুল ভোটার তালিকা প্রকাশের দাবি করা হয় এদিন। বিডি অফিসের বাইরে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। ভিডিওর কাছে ডেপুটেশনও জমা দেওয়া হয়। এদিন বিক্ষোভ মিছিলে ছিলেন সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা সহ নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment