Bengal returned empty-handed from Vijay Hazare Trophy

বিজয় হাজারে ট্রফিতে অভিযান শেষ বাংলার

খেলা

বিজয় হাজারে ট্রফি থেকেও খালি হাতে ফিরল বাংলা। উত্তরপ্রদেশের কাছে ৫ উইকেটে হেরে তাদের অভিযান গ্রুপ লিগেই শেষ হলো। বাংলা গ্রুপ পর্যায়ে চতুর্থ স্থানে শেষ করল। বিদর্ভ দ্বিতীয় এবং বরোদা চতুর্থ স্থানে শেষ করল। 
এদিন বাংলা প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই করণ লালের (৫) উইকেট হারায়। এরপর ৩ নম্বরে নামেন সুদীপ ঘরামি। তিনি একটা দিক ধরে রাখেন। অধিনায়ক অভিমণ্যু ঈশ্বরণও (২৮) এর কিছু পরেই ফিরে যান। অনুষ্টুপ মজুমদারও (১৩) বেশিক্ষণ ক্রিজে ছিলেন না। বাংলা মাত্র ৬১ রানে ৩ উইকেট হারানোর পর সুদীপ ও ‘ক্রাইসিস ম্যান’ শাহবাজ দলকে ১৫০ রানে টেনে নিয়ে যান। শাহবাজ ৪৩ করে ফেরার পর বাংলার ইনিংস আর বেশি বাড়েনি। শেষের দিকে আকাশদীপ ১৬ বলে ৩৩ করলে বাংলা ২৬৯ তোলে। সুদীপ কেবল একাই ৯৪ করেন। বাংলার হয়ে এটি তাঁর পঞ্চম অর্ধশতরান। জিশান আনসারি উত্তরপ্রদেশের হয়ে ৩৩ রানে ৩ উইকেট পান।
উত্তরপ্রদেশের ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট নেয় বাংলা। যদিও আরিয়ান জুয়াল (৫৬) ও ধ্রুব জুড়েল (১২৩) বিন্দুমাত্র সমস্যা তৈরি হতে দেননি। প্রিয়ম গর্গ (২৬) ও অধিনায়ক রিঙ্কু সিং অপরাজিত ৩৭ করেন। ৪৬ বল বাকি থাকতে ৫ উইকেটে ২৭২ তুলে নেয় উত্তরপ্রদেশ।
শামি, আকাশদীপ, রোহিত একটি করে উইকেট পান। বাংলা এই নিয়ে টানা ৯ বছর শেষ চারে উঠতে পারল না। গত দু’বার নক আউটে উঠলেও এবার আর তা হলো না।

Comments :0

Login to leave a comment