Hindu School SFI

হিন্দু স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে মিছিল এসএফআই’র

রাজ্য কলকাতা

রাজ্যজুড়েই স্কুলশিক্ষার বেহাল দশা। বাদ যাচ্ছে না ঐতিহ্যবাহী হিন্দু স্কুলও। কমে চলেছে শিক্ষক। শুক্রবার হিন্দু স্কুলে শিক্ষক নিয়োগের মতো একাধিক দাবিতে কলেজ স্ট্রিটে মিছিল করল এসএফআই। 
রাজ্যজুড়ে শিক্ষার বেহাল দশা। শিক্ষার পরিকাঠামোকেই ধ্বংস করে দিচ্ছে সরকার। কোথাও স্কুলবাড়িগুলির বেহাল দশা আবার কোনও স্কুলে নেই শিক্ষকই। সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের অর্থসাহায্য করেন বটে তবে মূল সমস্যা মেটানোর কোনো উদ্যোগ নেন না তারা।  ফলত, বাড়ছে স্কুল বিমুখতা ও  স্কুলছুটের মতো ঘটনা। 
একই সমস্যায় জর্জরিত ২০০ বছরের ঐতিহ্যশালী হিন্দু স্কুলও। অপ্রতুল শিক্ষক সংখ্যা,ফলত দুস্কর হচ্ছে ক্লাস করানো। ওই স্কুলের দিবা বিভাগের তিনটি সেক্শনে মোট ৩টি সেকশন মিলে,  ৪৬ জন শিক্ষক থাকার কথা, তার মধ্যে ১৮ টির বেশি পদই শূন্য। ইংরেজি, অর্থনীতি এবং রসায়নের মতো অতিগুরুত্বপূর্ণ বিষয়গুলি পড়ানোর জন্যও রয়েছেন রয়েছেন মাত্র ১ জন করে শিক্ষক। নেই শারীরশিক্ষা বিষয়ের কোনো শিক্ষক। স্কুলের এক অংক শিক্ষক স্বতঃপ্রণোদিত ভাবেই করতেন সেই কাজ। এমনকি শিক্ষকের ঘাটতি মেটাতে পড়ুয়াদের ২টি করে সেকশন একসাথে নিয়ে চলতো কোন কোন বিষয়ের ক্লাস। ইংরেজি বিষয়ের জন্য একজনই শিক্ষক থাকায় ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সবকটি ক্লাস নিতে হতো তাঁকে। যা ওই শিক্ষকের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পরে। ফলত, গ্রন্থাগারিক ও সামলাতেন সেই দায়িত্ব। অংকের জন্য আগে ৫ জন শিক্ষক থাকলেও সম্প্রতি তাদের একজন অবসর নিয়েছেন, যে ৪ জন রয়েছেন তাদের মধ্যে ২ জন শিক্ষকে অন্যত্র বদলির নির্দেশ পাঠানো হয়েছে।
এই অভিযোগকে সামনে রেখে 'হিন্দু স্কুল বাঁচাও'- এর দাবিতে শুক্রবার কলেজ স্ট্রিটে মিছিল করে বিক্ষোভ দেখায় এসএফএই। সেই কর্মসূচিতে সামিল ছিল ওই স্কুলের পড়ুয়ারা। শামিল হন অভিভাবকরাও। 
হিন্দু স্কুলের ছাত্রশিক্ষক অনুপাত সঠিক রাখতে অবিলম্বে স্বচ্ছ পদ্ধতিতে শিক্ষক নিয়োগ সহ নির্ধারিত ২০০ টাকার বেশি ফি না নেওয়ার দাবিতে এদিন পথে নাম এসএফআই। এর মধ্যে বিকাশ ভবনেও ডেপুটেশন দেন অভিভাবকরা।

Comments :0

Login to leave a comment