WEATHER

বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা, চলবে কুয়াশার দাপট

রাজ্য কলকাতা

রাজ্য জুড়ে শীতের দাপট কমেছে। ধীরে ধীরে বাড়ছে দিনের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস চলতি সপ্তাহে আরও কিছুটা বাড়বে তাপমাত্রা। তাপমাত্রা কমলেও থাকবে কুয়াশার দাপট।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস, সোমবার যা কিছুটা বেড়ে হয় ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী বুধবারের মধ্যে কলকাতা ও তার পার্শবর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যাবে ১৬ ডিগ্রির ঘরে। তারপরবর্তী কয়েকদিন তাপমাত্রার খুব পরিবর্তন হবে না। উত্তর থেকে দক্ষিণ বঙ্গ সব জেলাতেই আবহাওয়া শুস্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঠান্ডা কমলেও বাড়বে কুয়াশার দাপট। ফলে কমবে দৃশ্যমানতা। দক্ষিণবঙ্গের কুয়াশার দাপট বেশি থাকবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। উত্তরবঙ্গের কুয়াশার দাপট বেশি থাকবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায়। দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত কমে আসতে পারে বলে পূর্বাভাস। কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার কারণে ৫০ মিটারেও দৃশ্যমানতা নামতে পারে।

Comments :0

Login to leave a comment