Kabul Blast

কাবুলে বিস্ফোরণ, নিহত ৭

আন্তর্জাতিক

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিস্ফোরণে কমপক্ষে সাতজনের মৃত্যু ও প্রায় ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বিস্ফোরণে অন্তত ৭ জনের মৃত্যু এবং ২০ জন আহত হয়েছেন বলে সংবাদ সংস্থাকে জানিয়েছে, ইতালিভিত্তিক বেসরকারি সংস্থা ইমার্জেন্সি। কাবুলে সংস্থাটি একটি হাসপাতাল পরিচালনা করে।  সংস্থাটি জানিয়েছে বিস্ফোরণের পর ২০ জনকে ইমার্জেন্সির সার্জিক্যাল সেন্টারে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ৭ জন ছিলেন মৃত। 
আহতদের মধ্যে চারজন মহিলা এবং একজন শিশু রয়েছে। বিস্ফোরণে নিহতের খবর নিশ্চিত করছে তালিবান স্বরাষ্ট্র মন্ত্রক। জানিয়েছে, সোমবার রাজধানীর শাহর-ই-নও এলাকায় বিস্ফোরণটি ঘটে, যেখানে বিদেশীদের সংখ্যা বেশি। এটি কাবুলের সবচেয়ে নিরাপদ এলাকাগুলির মধ্যে একটি বলে বিবেচিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র আব্দুল মতিন কানি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বিস্ফরণে কয়েকজন নিহত এবং আহত হওয়ার খবর পাওয়া গেছে। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান সংবাদ সংস্থাকে জানিয়েছেন, শাহর-ই-নওয়ের বাণিজ্যিক এলাকার একটি হোটেলে বিস্ফোরণটি ঘটেছে। যেখানে বড় বড় অফিস ভবন, শপিং কমপ্লেক্স এবং দূতাবাস রয়েছে। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এখনও কোনও গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক প্রত্যক্ষদর্শী সংবাদ সংস্থাকে জানিয়েছেন,এদিন বলা সাড়ে ৩টে নাগাদ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণে রক্তাক্ত জখম অন্তত ৫ জনকে দেখেছেন তিনি। যদিও পরে সেই সংখ্যাটি ২০ বলে জানা গেছে।  

Comments :0

Login to leave a comment