স্কুলে স্কুলে সরকার নির্ধারিত ফি-এর থেকেও বেশি টাকা নেওয়া হচ্ছে। স্কুলের ম্যানেজিং কমিটি দখল করে অতিরিক্ত ফি চাপিয়ে দিচ্ছে তৃণমূলের ম্যানেজিং কমিটি। সংকটে মুর্শিদাবাদ জেলায় স্কুলের গরীব পড়ুয়ারা। স্কুল চালানোর টাকা দিচ্ছে না সরকার। অন্যদিকে নামেই মুর্শিদাবাদ ইউনিভার্সিটি খুলেও সেখানে পরিকাঠামোর কোনও উন্নয়ন হচ্ছে না। থমছে আছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের বিকাশও। নির্বিকার রাজ্য ও কেন্দ্রের সরকার। এই ইস্যুতে বহরমপুরে মিছিল করে জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল এসএফআই মুর্শিদাবাদ জেলা কমিটি। এদিন বহরমপুরে এসএফআই জেলা দপ্তর থেকে মিছিল শুরু হয়। রানীবাগান মোড়, গির্জার মোড় হয়ে মিছিল টেক্সটাইল মোড়ে পৌঁছালে সেখানেই মিছিল আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় পড়ুয়াদের। এরপর সেখানেই অবস্থা বিক্ষোভ করে এসএফআই। বিক্ষোভ সভায় এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, "ওবিসি বঞ্চনার ফলে বড় অংশের পড়ুয়ারা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। অন্যদিকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার পরিকাঠামো ভেঙে পড়ছে। কলেজে ৭০ শতাংশ আসন ফাঁকা। স্কুল, কলেজ থেকে পড়ুয়ারা পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হচ্ছেন।"
সোমবার সভায় বক্তব্য রাখেন এসএফআই জেলা সম্পাদক ইনজামুল হক রাণা, জেলা সভাপতি অদিতি নন্দী। নেতৃবৃন্দ বলেন, "মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম করে জেলার মানুষের সঙ্গে প্রতারণা হয়েছে। জেলায় শিক্ষা পরিকাঠামোর কোনও উন্নয়ন হয়নি। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনায় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মুর্শিদাবাদ ক্যাম্পাসের পরিকাঠামগত কোনও বিকাশ হয়নি। স্কুল থেকে হাত সরিয়ে শিক্ষাকে বেসরকারি পথে ঠেলতে চাইছে রাজ্য ও কেন্দ্রের সরকার। রাস্তায় থেকেই এর বিরোধিতা করবে এসএফআই।"
এদিন ওবিসি বঞ্চনার অবসা, ভর্তি ফি কমানো সহ ১০ দফা দাবিতে এসএফআইয়ের প্রতিনিধিদল ডেপুটেশন দেয় জেলা শাসকের দপ্তরে। দাবি জানানো হয়েছে, ভাবতায় ঘোষিত গার্লস কলেজ প্রতিষ্ঠা করতে হবে। নদীভাঙনে ক্ষতিগ্রস্থদের পড়াশোনার দায়িত্ব সরকারকে নিতে হবে। গণতান্ত্রিকভাবে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে।
SFI MURSHIDABAD
বহরমপুরে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন এসএফআই'র
×
Comments :0