No interim protection for Rahul Gandhi

রাহুল গান্ধিকে প্রতিরোধবর্ম দিলনা গুজরাট হাইকোর্ট

জাতীয়

মঙ্গলবার কংগ্রেস নেতা রাহুল গান্ধির আবেদনের শুনানী শেষ হল গুজরাট হাইকোর্টে। যদিও মামলার রায় দেয়নি আদালত। গরমের ছুটির পরেই রায় ঘোষণা হবে জানালেন বিচারপতি। মোদী পদবী নিয়ে ২০১৯’এ রাহুল গান্ধির মন্তব্য নিয়ো করা মানহানী মামলায় ইতিমধ্যে সুরাটের আদালত দোষি সাব্যস্ত করেছে রাহুল গান্ধিকে। আদালত ২ বছরের জেল হেপাজত দেওয়ার পরেই সাংসদপদ খারিজ হয়েছে কংগ্রেসের প্রাক্তন এই সভাপতির। সেই নির্দেশের ওপরেই স্থগিতাদেশ চেয়ে গুজরাট হাইকোর্টে আবেদন করেন গান্ধি।


রাহুল গান্ধির আইনজীবী অবং প্রবীন কংগ্রেস নেতা অভিষেক মানু সিংভি এদিন আদালতের কাছে গ্রেপ্তারির হাত থেকে বাঁচতে প্রতিরোধবর্ম আবেদন করেছিল। কিন্ত আদালত রাহুল গান্ধিকে অন্তরবর্তীকালীন প্রতিরোধবর্ম দিতে অস্বিকার করে। আদালত বলে জুন মাসে গরমের ছুটির পরই যা রায় ঘোষণা করার তাই করবে

Comments :0

Login to leave a comment