আজ ১এপ্রিল । ১৯৯৫ সালের আজকের দিনেই ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম দ্রুত গোল করেছিলেন ব্ল্যাকবার্ন রোভার্সের ক্রিস সুটোন। গোলটি এসেছিল এভার্টনের বিরুদ্ধে। এই গোলটি তৎকালীন সময়ের দ্রুততম গোলগুলির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল। বর্তমানে এই গোলটি রয়েছে নবম স্থানে। তারপর ডোয়াইট ইয়র্কে (১২.১৬ সেকেন্ড ) , মার্ক ভিডুকা ( ১১.৯০সেকেন্ড ), এরিকসন ( ১০.৫৪ সেকেন্ড ),অ্যালেন শিয়েরা (১০.৫২ সেকেন্ড) ,আবুদলুয়া (১০.১৮সেকেন্ড ), লেডলি কিং (৯.৮২ সেকেন্ড ),ফিলিপ বিলিং ( ৯.১১ সেকেন্ড ),শেন লং (৭.৬৯সেকেন্ড )। শেন লংয়ের করা গোলটিই আপাতত প্রিমিয়ার লিগের দ্রুততম গোল। যেটি এসেছিল গত ২৩এপ্রিল ২০১৯ এ সাউদ্যাম্পটনের বিরুদ্ধে।
Comments :0