Turtles

বিলুপ্ত প্রায় কচ্ছপ সহ গ্রেপ্তার এক

জেলা

বনদপ্তর অভিযান চালিয়ে এক কচ্ছপ পাচারকারীকে আটক করে। উদ্ধার হয় ১৯টি বিলুপ্ত প্রায় কচ্ছপ। শুক্রবার পাচারকারীকে বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দিল বনদপ্তর।
ঘটনাটি বাদুড়িয়া থানার কাটিয়াহাটের। 
নীলকান্ত রায় নামে স্বরূপনগরের এক ব্যক্তি রাতের অন্ধকারে দুটি বস্তায় করে ১৯ টি কচ্ছপ পাচার করার উদ্দেশ্যে কাটিয়াহাটের একটি নির্জন এলাকায় অপেক্ষা করছিল।বসিরহাটের বনদপ্তর গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় অভিযান চালায় এবং নীলকান্ত রায় নামে ওই ব্যক্তিকে ধরে ফেলে।তার কাছ থেকে উদ্ধার হয় কচ্ছপগুলি ।
এরপর নীলকান্ত রায়কে ডাক্তারি পরীক্ষা করিয়ে বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দেয়।বসিরহাট থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং কচ্ছপগুলিকে সল্টলেকের বনদপ্তরের অফিসে নিয়ে যাওয়া হবে বলে এদিন পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

Comments :0

Login to leave a comment