Post Editorial

দ্বিতীয় স্থানে ওঠাই লক্ষ্য মোহনবাগানের

খেলা

অনুশীলনে ফুরফুরে দিমিত্রি,‌কমিন্সরা। ছবি রবীন গোলদার

চিরন্তন নাইয়া- ককাতা  
 

২০২২-২৩ মরশুমের আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট বর্তমান লিগ তালিকার সপ্তম’স্থানে থাকা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি’র বিরুদ্ধে মাঠে নামতে চলেছে শনিবাসরীয় সন্ধ্যায় এবারের প্রতিযোগিতার মহাগুরুত্বপূর্ণ ফিরতি পর্বের সাক্ষাতে। 
মোহনবাগান সুপার জায়ান্টের ফরোয়ার্ড বিভাগে দিমিত্রি পেট্রাটোস ভারতের এক নম্বর লিগে বর্তমানে পাঁচ গোল করেছেন শুধু তাই নয়! আগের ম্যাচ প্রতিপক্ষ এফসি গোয়ার সঙ্গে খেলায় দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়েছিলেন অসি বিশ্বকাপার দিমিত্রি। সবুজ-মেরুন ব্রিগেডের ম্যাচ উইনারকে খুব ভরসা করেন দলের প্রশিক্ষক থেকে আরম্ভ করে সভ্য-সমর্থকরা। তাঁর ভালো খেলা খারাপ খেলার উপরে অনেক কিছুই জড়িয়ে রয়েছে ফলাফলের। আগের শনিবারে ইস্টবেঙ্গল এফসি’কে হারানো নর্থইস্ট ইউনাইটেড এফসি’র বিরুদ্ধে আজকের খেলায় অভিজ্ঞতা সম্পন্ন গেম চেঞ্জার হয়তো নিজের অন্যতম সেরা পারফরম্যান্স উপহার দিতে পারেন।    
সাম্প্রতিককালে ডুরান্ড কাপ চ্যাম্পিয়নদের আরেক স্ট্রাইকার জেসন কামিন্স সব সময় প্রথম একাদশে শুরু না করলেও, তিনি কিন্তু উত্তর-পূর্ব ভারতের দলটির বিরুদ্ধে প্রথম পর্বের সাক্ষাতে গোল পেয়েছিলেন। তাঁর আত্মবিশ্বাসী ফুটবলও ভীষণ জরুরি। ভারতের জাতীয় দলের মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদ, লিস্টন কোলাসো, মনবীর সিংরা গোল করানোর দিক থেকে সেরার তালিকায় রয়েছেন। গোয়ান উইঙ্গার লিস্টন জুয়ান পেদ্রো বেনালি’র দলের বিরুদ্ধে দলের অধিনায়ক শুভাশিস বসু যে গোলটি করেছিলেন তাঁকে বল বাড়িয়েছিলেন তিনি। তাঁর গতি ও অনিরুদ্ধ থাপার ম্যান মার্কিং ক্ষমতা আন্তোনিও লোপেজ হাবাসের মনে হয় চিন্তা দূর করতে পারে। 
গত ১৪ ফেব্রুয়ারি মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচে হেক্টর ইউস্তেরা ক্লিনশিট রেখেছিলেন। ডিফেন্ডার হেক্টরকে খেলার আগের দিন সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করায় তিনি প্রতিক্রিয়া দিয়েছেন, ‘তরুণ সতীর্থ দীপেন্দু বিশ্বাস পেশাগত ফুটবলার। ওঁর পায়ের কাজ রয়েছে। খেলায় খুব ভালো লড়াই করতে পারেন তিনি। স্প্যানিশ হেক্টর আলাদা করে প্রশংসা করেছেন গোলকিপার বিশাল কৈইথকে। মাথা ঠান্ডা রেখে দল’কে খুব ভালো উদ্বুদ্ধ করতে পারেন তিনি।’
নর্থইস্ট ইউনাইটেড এফসি’র রিদিম লাং, জিথিন মাদাথিল সুব্রানরা উইং দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে আক্রমণ তৈরি করলে কী করবে মোহনবাগান দল ? হেক্টর বলেছেন, ‘ওই ব্যাপারে আমরা পুরোপুরি প্রস্তুতি সেরেছি। ফোকাস করতে চাই ম্যাচের দিকে।’ 
দলে ফেরার সম্ভবনা রয়েছে তারকা স্টপার আনোয়ার আলির। শুক্রবার বিকালে সতীর্থ আর্মান্দো সাদিকু, দীপক টাংরি, আশিস রাই’দের সঙ্গে সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন গ্রাউন্ডে পাঞ্জাব তনয় আনোয়ার প্রস্তুতি সেরেছেন। ম্যাচের কয়েক ঘণ্টা আগে সাংবাদিক সম্মেলনে মোহনবগান সুপার জায়ান্টের প্রশিক্ষক আন্তোনিও লোপেজ হাবাস প্রতিক্রিয়া দিয়েছেন, ‘আক্রমণাত্মক মিডফিল্ডার জনি কাউকো কিন্তু ১০০ শতাংশ ফিড রয়েছেন, তিনি ২০’জনের তালিকায় থাকতেই পারেন।’
কয়েকদিন আগে কার্লেস কুয়াদ্রাতের দল রক্ষণভাগের জায়গা ফাঁকা করে দেওয়ায় ২০২০-২১ মরশুমের পয়েন্ট তালিকায় তৃতীয়’স্থানে শেষ করা দলের বিরুদ্ধে কিন্তু সমস্যায় পড়েছিলেন। এফসি লুজার্নের প্রাক্তন স্ট্রাইকার টমি জুরিক, আরেক নর্থইস্ট ফরোয়ার্ড নেস্টর আলবিয়াচরা সুযোগে সদ্ব্যবহার করতে পারেন কিন্তু মোহনবাগানের বিরুদ্ধেও, মনে করা হচ্ছে। নেস্টরের শীর্ষ দলের বিরুদ্ধে স্কোর রয়েছে। পিছিয়ে পড়েও, খেলায় ঘুরে দাঁড়াতে পারে গুয়াহাটির দল’টি। ওডিশা এফসি’র বিরুদ্ধে গোলকিপার মিরশাদের ভুলে হারতে হয়েছিল। ওটার দিকে কিন্তু বাড়তি সতর্ক থাকতে হবে। অভিজ্ঞ মোহন হেড স্যারের দল সাজানোর পরিকল্পনায় কিন্তু নির্ভর করছে কলকাতার অন্যতম বড় প্রধানের জিত-হারের। আইএসএল বিজয়ী হাবাস বলেছেন, ‘সব অসম্ভব কাজকে সম্ভব করতে হবে। ৩ পয়েন্টই চাই আমাদের।’       
নর্থইস্ট ইউনাইটেড এফসি কলকাতায় এসে খুব বেশি অনুশীলন করার সময় কিন্তু পাচ্ছে না।
গতবারের প্রতিযোগিতায় মোহনবাগান সুপার জায়ান্ট বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি’র দুই পর্বের সাক্ষাৎকারে, উভয় দল একবার করে জিতেছিল। 
আজকের আইএসএলে:
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি
ভারতীয় সময়: সন্ধ্যা ৫টা
(সরাসরি সম্প্রচার স্পোর্টস ১৮, 
ভিয়াকম ১৮ নেটওয়ার্কে)   

Comments :0

Login to leave a comment